বড়াইগ্রামে ছাত্রদলের মিছিলে আ.লীগের হামলার প্রতিবাদে বিক্ষোভ
- আপডেট সময় : ১২:৩৭:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ নভেম্বর ২০২৪ ৫৯ বার পড়া হয়েছে
বড়াইগ্রামে ছাত্রদলের মিছিলে আ.লীগের হামলার প্রতিবাদে বিক্ষোভ
নাটোরের বড়াইগ্রামে ছাত্রদলের মিছিলে আওয়ামীলীগের হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে উপজেলা ছাত্রদল। বৃহস্পতিবার (১৪ নভেম্বর) বেলা ১২ টার দিকে বড়াইগ্রাম উপজেলার রাজাপুর বাজারে গোপালপুর ইউনিয়ন ছাত্রদলের আয়োজনে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। বিক্ষোভ মিছিলটি রাজাপুর বাজার থেকে বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে আবারও রাজাপুর বাজারে গিয়ে শেষ হয়। পরে সেখানে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তব্য রাখেন, বড়াইগ্রাম উপজেলা বিএনপি যুগ্ম আহবায়ক শামসুল আলম রনি, জেলা ছাত্রদলের সহ সভাপতি আব্দুলাহ আল লিটন, উপজেলা ছাত্রদলের আহবায়ক জাহিদ হোসাইন বিপুল, সদস্য সচিব আরিফুল ইসলাম খান কানন প্রমুখ।
এ সময় বক্তারা বলেন, এখনো স্বৈরাচারী আওয়ামী লীগের আত্মারা ঘুড়ে বেড়াচ্ছে। সুযোগ পেলেই তারা এলাকার পরিবেশ অশান্ত করার চেষ্টা করছে। হামলার ঘটনায় প্রত্যাক্ষদর্শী রয়েছে। এছাড়াও সিসি ক্যামেরায় স্পর্ষ্ট দেখা যাচ্ছে কারা কারা হামলা করেছে? হামলাকারীদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনার দাবী জানান সমাবেশের বক্তারা।