ফরিদপুরে কিশোর গ্যাংয়ের হাতে শ্রমিক হত্যার প্রধান আসামি রাজশাহীতে গ্রেপ্তার

- আপডেট সময় : ০২:৩৭:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ মে ২০২৫ ১৩৪ বার পড়া হয়েছে
ফরিদপুরে কিশোর গ্যাংয়ের হাতে শ্রমিক হত্যার প্রধান আসামি রাজশাহীতে গ্রেপ্তার
ফরিদপুরের ভাঙ্গায় আলোচিত কিশোর গ্যাংয়ের ছুরিকাঘাতে ১৬ বছর বয়সী এক ওয়ার্কশপ শ্রমিক ইয়াসিন খালাসী হত্যাকাণ্ডের অন্যতম প্রধান আসামী মো. ইসমাইল বেপারীকে রাজশাহীর শিরোইল বাসস্ট্যান্ড এলাকা থেকে গ্রেপ্তার করেছে র্যাব-৫। সোমবার (১২ মে) সন্ধ্যা আনুমানিক ৬টা ৫০ মিনিটে র্যাব-৫, সিপিএসসির একটি চৌকস আভিযানিক দল অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। ইসমাইল (১৮) ফরিদপুর জেলার ভাঙ্গা উপজেলার মিয়াপাড়া এলাকার বাসিন্দা। অভিযানের সময় তার কাছ থেকে একটি মোবাইল ফোন ও একটি সিম কার্ড জব্দ করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, ভিকটিম ইয়াসিন খালাসীর সাথে আসামীদের দীর্ঘদিন ধরে এলাকার আধিপত্য বিস্তারসহ নানা বিষয় নিয়ে বিরোধ চলছিল। এর জের গত ১০ মে রাত আনুমানিক ৯টায় ইসমাইল কৌশলে মোবাইল ফোনে ডেকে নিয়ে ইয়াসিনকে ধানক্ষেতে নিয়ে যায়। সেখানে পূর্ব থেকে ওঁৎ পেতে থাকা অন্যান্য আসামিরা ধারালো রামদা, চাকু, লোহার রড, হাতুড়ি, হকিস্টিকসহ বিভিন্ন দেশীয় অস্ত্র নিয়ে ভিকটিমকে ঘিরে ধরে গালিগালাজ শুরু করে।
একপর্যায়ে নিষেধ করার পর ১নং আসামীর নির্দেশে ২নং এবং গ্রেপ্তারকৃত ইসমাইল ইয়াসিনের পেটে চাকু দিয়ে আঘাত করে। এতে তার নাড়িভুঁড়ি বের হয়ে আসে। এরপর অন্যান্য আসামিরা রড, হাতুড়ি, হকিস্টিক দিয়ে তার শরীরের বিভিন্ন অংশে নির্মমভাবে আঘাত করে। মৃত্যুর নিশ্চয়তা পেতে ভিকটিমকে এলোপাথারি মারধর শেষে ধানক্ষেতে ফেলে রেখে যায় তারা। পরে আশঙ্কাজনক অবস্থায় তাকে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। পথে তার মৃত্যু হয়।
এই বর্বর হত্যাকাণ্ড এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করে এবং দেশব্যাপী গণমাধ্যমে ব্যাপক সাড়া ফেলে। নিহতের বাবা বাদী হয়ে ভাঙ্গা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। আসামিরা আত্মগোপনে চলে গেলে র্যাব ছায়া তদন্ত শুরু করে এবং গোয়েন্দা তৎপরতা জোরদার করে। এক পর্যায়ে রাজশাহীর শিরোইল এলাকায় অভিযান চালিয়ে মাত্র ৪৮ ঘণ্টার মধ্যে অন্যতম আসামী ইসমাইলকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।
র্যাব জানিয়েছে, পলাতক অন্যান্য আসামীদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। গ্রেপ্তারকৃত আসামীকে ফরিদপুরের ভাঙ্গা থানা পুলিশের নিকট হস্তান্তর করা হবে।