প্রাণে বেঁচে গেছেন সাংবাদিক মহুয়া জান্নাত মনি
- আপডেট সময় : ০৫:৪০:২৫ অপরাহ্ন, বুধবার, ২৪ নভেম্বর ২০২১ ২৮২ বার পড়া হয়েছে
রাঙামাটি প্রতিনিধিঃ
বেপরুয়া ট্টাক চাপায় মারাত্মক আহত হয়েছেন চ্যানেল এ নিউজ এর রাঙামাটি প্রতিনিধি মহুয়া জান্নাত মনি।
মঙ্গলবার সকাল ৮টায় শহরের ফিসারি বাঁধ সড়কে এঘটনা ঘটে। বর্তমানে রাঙামাটি জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন তিনি।
মহুয়া জান্নাত মনি জাতীয় পত্রিকা দৈনিক আমার সংবাদ, মোহনা টেলিভিশন এবং অনলাইন নিউজ পোর্টাল চ্যানেল এ নিউজ এর
জেলা প্রতিনিধি হিসেবে কর্মরত আছেন। একই সাথে তিনি রাঙামাটি জার্নালিস্ট নেটওয়ার্কের নির্বাহী সদস্য। এঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানোর পাশাপাশি তার দ্রুত সুস্থতা কামনা করেছেন রাঙামাটি জার্নালিস্ট নেটওয়ার্কের সভাপতি শান্তিময় চাকমা ও সাধারণ সম্পাদক ফাতেমা জান্নাত মুমু।
সাংকাদিক মহুয়া জান্নাত মনি জানান, পেশাগত দায়ীত্ব পালন শেষে শহরের কাঠালতলী এলাকায় নিজ বাড়ি ফিরছিলেন নিজের স্কুটি চালিয়ে এসময় শহরের রির্জাভ বাজার এলাকা থেকে বেপরুয়া গতিতে ছেড়ে আসা একটি ট্টাক যার (নং–কুমিল্লা ট-১১-০০৮৬) ফিসারি বাঁধ এলাকায় সাংবাদিক মহুয়ার স্কুটিকে চাপা দেয়। এসময় তিনি মারাত্মক আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে রাঙামাটি জেনারেল হাসপাতালে নিয়ে যায়। এ মধ্যে সুযোগ বুঝে পালিয়ে যায় ট্টাক চালক।
রাঙামাটি জেনারেল হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক জানান, সাংবাদিক মহুয়া জান্নাত মনির কোমরে মারাত্মক আঘাত পেয়েছে। তার হারে ফাটলও দেখা দিয়েছে। বর্তমানে তিনি জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
এব্যাপারে রাঙামাটি জার্নালিস্ট নেটওয়ার্কের সাধারণ সম্পাদক ও নিউজ২৪ স্টাফ রিপোর্টার ফাতেমা জান্নাত মুমু বলেন, মহুয়ার অবস্থা খুবই সচনিয়, তিনি চিকিৎসাধীন রয়েছেন। তবে অপরাধীন শাস্তি হওয়া উচিৎ। রাঙামাটিতে একমুখি সড়ক এখানে বেপরুয়া গতিতে গাড়ি চালানোর কোন সুযোগ নেই। তবুও কিছু চালক এ আইন মানতে চায়না। তাদের জন্য সড়কে মৃত্যুর মিছিল থামছেনা। দুর্ঘটনা লেগে আছে। এসব বেপরুয়া চালকদের বিরুদ্ধে তাদের সমিতির পক্ষ থেকে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানান তিনি।