প্রবীণ সাংবাদিক বুলবুল হোসেনের মৃত্যুতে রাসিক মেয়রের শোক প্রকাশ
- আপডেট সময় : ১২:০৩:১৬ অপরাহ্ন, বুধবার, ৯ ফেব্রুয়ারী ২০২২ ৪২ বার পড়া হয়েছে
প্রবীণ সাংবাদিক বুলবুল হোসেনের মৃত্যুতে রাসিক মেয়রের শোক প্রকাশ
রাজশাহী প্রতিনিধিঃ
প্রবীণ সাংবাদিক বুলবুল হোসেনের মৃত্যুতে রাসিক মেয়রের শোক প্রকাশ। দৈনিক সমকাল রাজশাহী ব্যুরো অফিসের ব্যুরো প্রধান ডা. মোজাহার হোসেন বুলবুল (বুলবুল হোসেন) এর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন। আজ বুধবার এক শোক বার্তায় এই শোক প্রকাশ করেন তিনি।
শোক বার্তায় রাসিক মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন রাজশাহীর সাংবাদিকতা অঙ্গনে বুলবুল হোসেনের অবদান শ্রদ্ধার সাথে স্মরণ করে মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারবর্গের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
উল্লেখ্য, সাংবাদিক বুলবুল হোসেন ক্যান্সারে আক্রান্ত হয়ে বুধবার ভোরে ঢাকায় মৃত্যুবরণ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি দৈনিক যুগান্তর, যায়যায়দিন সমকাল এবং পরবর্তীতে সমকাল রাজশাহী ব্যুরো অফিসের প্রথম ব্যুরো প্রধান ছিলেন। একই সময়ে তিনি রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক হিসেবেও কর্মরত ছিলেন।