পুলিশের কনস্টেবল পদে নিয়োগ পরীক্ষা সংক্রান্ত বিষয়ে রাজশাহীতে লিফলেট বিতরণ

- আপডেট সময় : ০৪:৩৩:৪৭ অপরাহ্ন, বুধবার, ১৬ ফেব্রুয়ারী ২০২২ ৪৮ বার পড়া হয়েছে
পুলিশের কনস্টেবল পদে নিয়োগ পরীক্ষা সংক্রান্ত বিষয়ে রাজশাহীতে লিফলেট বিতরণ
রাজশাহী প্রতিনিধিঃ
সম্প্রতি বাংলাদেশ পুলিশের কনস্টেবল পদে নিয়োগ পরীক্ষারর বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। আগামী ২৮ ফেব্রুয়ারি ২০২২ পর্যন্ত অনলাইনে আবেদন করা যাবে। নতুন নিয়মে সুনির্ধারিত পদ্ধতি অনুসরণ করে একজন যোগ্য প্রার্থী বাংলাদেশ পুলিশের সদস্য হতে পারবেন। নতুন নিয়মে চালু হতে যাওয়া এই নিয়োগ পরীক্ষায় উত্তীর্ণ হতে সঠিক নিয়মে প্রস্তুতি গ্রহণ করা প্রয়োজন।
আগ্রহী প্রার্থীরা যাতে সহজে নতুন নিয়মে প্রস্তুতি গ্রহন করতে পারেন সে লক্ষ্যে রাজশাহী জেলা পুলিশের পুলিশ সুপার জনাব এ বি এম মাসুদ হোসেন, বিপিএম (বার) মহোদয়ের উদ্যোগে আজ বুধবার রাজশাহী শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টসমূহে নাগরিকগনের মাঝে তথ্য ও সচেতনতামূলক লিফলেট বিতরন করেন জেলা পুলিশের সদস্যবৃন্দ।
লিফলেটে নিয়োগের ক্ষেত্রে নতুন নিয়ম সম্পর্কে অবহিতকরণের পাশাপাশি আগ্রহী প্রার্থী বা প্রার্থীর অভিভাবকগন কোন প্রতারকচক্র বা দালালচক্রের মাধ্যমে প্রতারিত না হয় সে বিষয়ে সতর্ক থাকার পরামর্শ প্রদান করা হয়েছে।