পুঠিয়া থেকে যৌথ দলের দেশীয় অস্ত্র ও শুটার গান উদ্ধার

- আপডেট সময় : ০২:০২:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ অক্টোবর ২০২৪ ১৩২ বার পড়া হয়েছে
পুঠিয়া থেকে যৌথ দলের দেশীয় অস্ত্র ও শুটার গান উদ্ধার
রাজশাহীর পুঠিয়ায় অভিযান চালিয়ে দুইটি ওয়ান শুটার গান ও দেশীয় অস্ত্র উদ্ধার করেছে যৌথ বাহিনীর সদস্যরা। সোমবার (২১ অক্টোবর) দিবাগত রাতে উপজেলার বেলপুকুর থানার ক্ষুদ্র জামিরা গ্রাম থেকে এই অস্ত্রগুলো উদ্ধার করে র্যাব ও সেনাবাহিনীর একতি যৌথ দল। মঙ্গলবার (২২ অক্টোবর) র্যাব-৫, রাজশাহী মোল্লাপাড়া ক্যাম্পের পাঠানো একটি বিশেষ প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়।
মোল্লাপাড়া ক্যাম্পের পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, সোমবার রাতে গোয়েন্দা তথ্যের খবরের ভিত্তিতে সেনাবাহিনী ও র্যাব-৫ এর একটি যৌথ আভাযানিক দল জেলার পুঠিয়া উপজেলার বেলপুকুর থানা এলাকার ক্ষুদ্র জামিরা গ্রামে অভিযান পরিচালনা করেন। এ সময় ওই এলাকা থেকে দুইটি ওয়ান শুটারগান, তিনটি টিপ চাকু, ১০টি চাইনিজ কুড়াল, তিনটি লোহার হাসুয়া ও দুইটি ধারালো ছুরি উদ্ধার করা হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এই ঘটনায় কাউকে গ্রেপ্তার করা হয়নি। তবে এবিষয়ে বেলপুকুর থানায় একটি সাধাররণ (জিডি) করে অস্ত্র গুলো থানায় হস্তান্তর করা হয়।