পুঠিয়ার বেলপুকুরে নাতির ওপর অভিমান করে দাদির আত্মহত্যা

- আপডেট সময় : ০১:৩৬:৩৭ অপরাহ্ন, শুক্রবার, ২৩ মে ২০২৫ ১৮৯ বার পড়া হয়েছে
পুঠিয়ার বেলপুকুরে নাতির ওপর অভিমান করে দাদির আত্মহত্যা
রাজশাহীর পুঠিয়ার বেলপুকুরে তানজিলা বেগম (৭০) নামের এক বৃদ্ধা তার নাতির ওপর অভিমান করে আত্মহত্যা করেছে। খবর পেয়ে শুক্রবার (২৩ মে) সকালে উপজেলার বেলপুকুর ইউনিয়নের চক জামিরা গ্রামে নিজ বাড়ি থেকে ঝুলন্ত লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। বৃদ্ধা তানজিলা বেগম ওই গ্রামের মৃত আব্দুল সালামের স্ত্রী।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (২২ মে) দুপুরে নাতির সাথে বাকবিতান্ডা হয়। বৃদ্ধা তানজিলা বেগমের। পরে প্রতিদিনের ন্যায় রাতের খাবার খেয়ে সবাই নিজ নিজ ঘরে ঘুমিয়ে পড়ে। পরে শুক্রবার সকালে তানজিলাকে ঘরে দেখতে না পেয়ে পরিবারের লোকজন বাহিরে এসে দেখে খড়ির ঘরের আয়ারের সাথে তার ঝুলন্ত লাশ দেখতে পায়। নাতির ওপর অভিমান করে বৃহস্পতিবার রাতের কোন এক সময় তিনি গলায় ফাঁস লাগিয়ে আত্নহত্যা করেন বলে স্থানীয়দের ধারণা। পরে মৃতের ছেলে থানায় খবর দিলে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওই বৃদ্ধার ঝুলন্ত লাশ উদ্ধার করে।
এ ঘটনার সত্যতা নিশ্চিত করে বেলপুকুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সুমন কাদেরী জানান, শুক্রবার সকালে মৃত বৃদ্ধার ছেলে রফিকুল ইসলামের খবরে ঘটনাস্থলে গিয়ে ঝুলন্ত মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়। এবিষয়ে থানায় একটি ইউডি মামলা রুজু করা হয়েছে বলে জানান ওসি।