পুঠিয়ায় বিআরটিসি বাসের ধাক্কায় নারী ভ্যান আরোহী নিহত
- আপডেট সময় : ০৩:০৬:৪৭ অপরাহ্ন, বুধবার, ৪ ডিসেম্বর ২০২৪ ১৫৩ বার পড়া হয়েছে
পুঠিয়ায় বিআরটিসি বাসের ধাক্কায় নারী ভ্যান আরোহী নিহত
রাজশাহীর পুঠিয়ায় বিআরটিসির একটি যাত্রীবাহী বাসের ধাক্কায় মাজেদা বেগম নামের ৪০ বছর বয়সী এক নারী ভ্যান আরোহী নিহত হয়েছেন। এঘটনায় গুরুত্বর আহত হন ভ্যান চালক। বুধবার (৪ ডিসেম্বর) সকালে পুঠিয়া উপজেলার তারাপুর এলাকায় রাজশাহী-নাটোর মহাসড়কে এ দুর্ঘটনাটি ঘটে। নিহত মাজেদা বেগম রাজশাহীর চারঘাট উপজেলার হলিদাগাছি আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দা বাচ্চু মিয়ার স্ত্রী।
হাইওয়ে পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার সকালে মাজেদা বেগম ভ্যানে চড়ে যাচ্ছিলেন। এ সময় বেপরোয়া গতির বিআরটিসির একটি যাত্রীবাহী বাস ভ্যানটিকে ধাক্কা দেয়। এতে ভ্যান থেকে সড়কে ছিটকে পড়ে ঘটনাস্থলেই নিহত হন মাজেদা। এ ঘটনায় গুরুত্বর আহত হন ভ্যানচালক।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা বলছে, বেপরোয়া গতিতে চলছিল বাসটি। বেপরোয়া গতি থাকায় বাসটি ভ্যানটিকে ধাক্কা দিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের গাছে ধাক্কা লাগে। এরপর বাস ফেলে পালিয়ে যায় চালক ও তার সহকারী।
এ বিষয়ে জানতে চাইলে পুঠিয়ার পবা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক কাজী সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহযোগিতায় মাজেদা বেগমের লাশ উদ্ধার করে থানায় নেয়া হয়। বাসের চালক ও তার সহকারী পালিয়ে যাওয়ায় তাদের আটক করা সভব হয়নি। তবে বাসটি জব্দ করা হয়েছে। ওসি আরও বলেন, এ ব্যাপারে নিহত মাজেদা বেগমের স্বামী বাচ্চু মিয়া বাদী হয়ে সড়ক পরিবহন আইনে একটি মামলা করেছেন। আইনি প্রক্রিয়া শেষে লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। ওই বাসের চালকসহ স্টাফদের আটক করতে কাজ শুরু করেছেন তারা বলে জানান পবা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক কাজী।