ঢাকা ০৬:৩৩ পূর্বাহ্ন, শনিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৫, ৩ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ

পুঠিয়ায় বাস চাপায় স্বামী-স্ত্রী ও শ্যালিকার মর্মান্তিক মৃত্যু!

এম এম মামুন, নিজস্ব প্রতিবেদকঃ
  • আপডেট সময় : ০১:৫৩:০৯ অপরাহ্ন, শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪ ৪০৩ বার পড়া হয়েছে

collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

পুঠিয়ায় বাস চাপায় স্বামী-স্ত্রী ও শ্যালিকার মর্মান্তিক মৃত্যু!

রাজশাহীর পুঠিয়ায় বাস চাপায় স্বামী-স্ত্রীসহ তিনজন মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এই মর্মান্তিক দুর্ঘটনাটি শনিবার (২১ ডিসেম্বর) দুপুরে রাজশাহী-নাটোর মহাসড়কে উপজেলার শিবপুর এলাকায় ঘটে। নিহতরা হলেন- পুঠিয়া উপজেলার কান্দ্রা গ্রামের আবুল হোসেনের ২৫ বছরের ছেলে আবু হানিফ, তার স্ত্রী ২২ বছর বয়সী ফাতেমা খাতুন ও ১৪ বছরের শ্যালিকা যুথি খাতুন। নিহত ফাতেমা ও যুথি পুঠিয়ার পালোপাড়া গ্রামের শাহেদ আলীর মেয়ে।

পবা হাইওয়ে পুলিশ ও স্থানীয়রা জানায়, শনিবার দুপুর দেড়টার দিকে একটি মোটরসাইকেলে করে আবু হানিফ, ফাতেমা ও যুথি রাজশাহীর দিক থেকে পুঠিয়ার দিকে যাচ্ছিলেন। এসময় শিবপুরে নাটোরের দিক থেকে রাজশাহীমুখী একটি বাসের সাথে তাদের মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় বাসটি তাদের চাপা দিয়ে দ্রুত পালিয়ে যায়। এতে মোটরসাইকেল আরোহী তিনজন গুরুত্বর আহত হন। এ সময় স্থানীয়রা তাদের উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া উদ্দ্যেশে রওনা হলে হাসপাতালে পৌঁছানোর আগেই হানিফ ও যুথি মারা যান। এ সময় হাসপাতালের জরুরি বিভাগের সামনে থেকেই তাদের মরদেহ পরিবারের সদস্যরা বাড়ি নিয়ে যান। আর গুরুত্বর আহত ফাতেমাকে রামেক হাসপাতালের ৮ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়। পরে সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিকালে ফাতেমাও মারা যান।

পবা হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) ফিরোজ হোসাইন এই দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মোটরসাইকেলের তিন আরোহীকে চাপা দিয়ে পালিয়ে যাওয়া বাসটিকে শনাক্ত করতে তারা বিভিন্ন স্থানের ক্লোজ সার্কিট (সিসি) ক্যামেরার ফুটেজ দেখছেন। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

পুঠিয়ায় বাস চাপায় স্বামী-স্ত্রী ও শ্যালিকার মর্মান্তিক মৃত্যু!

আপডেট সময় : ০১:৫৩:০৯ অপরাহ্ন, শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪

পুঠিয়ায় বাস চাপায় স্বামী-স্ত্রী ও শ্যালিকার মর্মান্তিক মৃত্যু!

রাজশাহীর পুঠিয়ায় বাস চাপায় স্বামী-স্ত্রীসহ তিনজন মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এই মর্মান্তিক দুর্ঘটনাটি শনিবার (২১ ডিসেম্বর) দুপুরে রাজশাহী-নাটোর মহাসড়কে উপজেলার শিবপুর এলাকায় ঘটে। নিহতরা হলেন- পুঠিয়া উপজেলার কান্দ্রা গ্রামের আবুল হোসেনের ২৫ বছরের ছেলে আবু হানিফ, তার স্ত্রী ২২ বছর বয়সী ফাতেমা খাতুন ও ১৪ বছরের শ্যালিকা যুথি খাতুন। নিহত ফাতেমা ও যুথি পুঠিয়ার পালোপাড়া গ্রামের শাহেদ আলীর মেয়ে।

পবা হাইওয়ে পুলিশ ও স্থানীয়রা জানায়, শনিবার দুপুর দেড়টার দিকে একটি মোটরসাইকেলে করে আবু হানিফ, ফাতেমা ও যুথি রাজশাহীর দিক থেকে পুঠিয়ার দিকে যাচ্ছিলেন। এসময় শিবপুরে নাটোরের দিক থেকে রাজশাহীমুখী একটি বাসের সাথে তাদের মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় বাসটি তাদের চাপা দিয়ে দ্রুত পালিয়ে যায়। এতে মোটরসাইকেল আরোহী তিনজন গুরুত্বর আহত হন। এ সময় স্থানীয়রা তাদের উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া উদ্দ্যেশে রওনা হলে হাসপাতালে পৌঁছানোর আগেই হানিফ ও যুথি মারা যান। এ সময় হাসপাতালের জরুরি বিভাগের সামনে থেকেই তাদের মরদেহ পরিবারের সদস্যরা বাড়ি নিয়ে যান। আর গুরুত্বর আহত ফাতেমাকে রামেক হাসপাতালের ৮ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়। পরে সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিকালে ফাতেমাও মারা যান।

পবা হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) ফিরোজ হোসাইন এই দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মোটরসাইকেলের তিন আরোহীকে চাপা দিয়ে পালিয়ে যাওয়া বাসটিকে শনাক্ত করতে তারা বিভিন্ন স্থানের ক্লোজ সার্কিট (সিসি) ক্যামেরার ফুটেজ দেখছেন। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।