পিকনিকের বাস চাপায় ২য় শ্রেণীর শিক্ষার্থীর মৃত্যু, ভ্যান চালক আহত

- আপডেট সময় : ০৮:১৯:১৪ পূর্বাহ্ন, শুক্রবার, ১ এপ্রিল ২০২২ ৬৬ বার পড়া হয়েছে
পিকনিকের বাস চাপায় ২য় শ্রেণীর শিক্ষার্থীর মৃত্যু, ভ্যান চালক আহত
নাটোর প্রতিনিধিঃ
পিকনিকের বাস চাপায় ২য় শ্রেণীর শিক্ষার্থীর মৃত্যু, ভ্যান চালক আহত। নাটোরের লালপুরে গ্রীনভ্যালি পার্কে পিকনিকে আসা বাসের চাপায় মিম আক্তার (৮) নামে এক স্কুল শিক্ষার্থী নিহত হয়েছে। এ সময় তহিদুল নামে এক ভ্যান চালক গুরত্বর আহত হয়েছেন।
নিহত মিম উপজেলার কাজী পাড়া গ্রামের শহীদুল ইসলামের মেয়ে ও কাজিপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ২য় শ্রেণীর শিক্ষার্থী। এ ঘটনায় আহত অটোভ্যান চালক একই গ্রামের মৃত মজির মালিথার ছেলে তহিদুল ইসলাম (৫২)।
শুক্রবার (১ এপ্রিল) বেলা ১১টার দিকে লালপুর-বাঘা সড়কে উত্তর লালপুর এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, অটোভ্যানে করে মিম পরিবারের সঙ্গে তার নানার বাড়ীতে বেড়াতে যাচ্ছিলো। পথে মধ্যে লালপুর-বাঘা সড়কের উত্তর লালপুর এলাকায় পৌঁছালে কুষ্টিয়ার দৌলতপুর থেকে লালপুরের গ্রীনভ্যালি পার্কে পিকনিকে আসা সাব্বির এন্টারপ্রাইজ নামের (বগুড়া-জ-১১-০১৫৩) বাস ভ্যানকে ধাক্কা দিলে মিমি ভ্যাণ থেকে ছিটকে পড়ে। এসময় বাস তাকে চাপা দিয়ে চলে যায়। পরে স্থানীয়রা এসে মিমসহ আহতদের উদ্ধার করে লালপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক মিমকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে লালপুর থানার পুলিশ গিয়ে ঘাতক বাস ও চালক কে আটক করে লালপুর থানায় নিয়ে আসে ।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন লালপুর থানার ওসি মনোয়ারুজ্জামান।