পানির জন্য তৃতীয় বিশ্বযুদ্ধ হবে- বিশ্ব পানি দিবসে বক্তারা
- আপডেট সময় : ০৮:০৮:২৮ পূর্বাহ্ন, সোমবার, ৪ এপ্রিল ২০২২ ৩১ বার পড়া হয়েছে
পানির জন্য তৃতীয় বিশ্বযুদ্ধ হবে- বিশ্ব পানি দিবসে বক্তারা
বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধিঃ
বিশ্ব পানি দিবস-২০২২ উদযাপন উপলক্ষে নাটোরের বাগাতিপাড়ায় র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে সোমবার (৪ এপ্রিল) বেলা ১১টায় উপজেলা পরিষদ চত্ত্বরে একটি র্যালী বের করা হয়। পরে পরিষদের বড়াল সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার প্রিয়াংকা দেবী পালের সভাপতিত্বে সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলার ভাইস চেয়ারম্যান আব্দুল হাদী, যুব উন্নয়ন কর্মকর্তা সোহেল রানা, নাটোর পল্লী বিদ্যুৎ সমিতি-১ বাগাতিপাড়া সাব জোনাল অফিস এর এজিএম মোঃ মঞ্জুর রহমান, ইসলামিক ফাউণ্ডেশন কর্মকর্তা শফিক মাহামুদ, আনসার-ভিডিপি কর্মকর্তা মোছাঃ বুলবুলি খাতুন, তথ্য আপা এ্যামিজা খাতুন, উপজেলা প্রেসক্লাবের সভাপতি মাহাতাব উদ্দিন, বাগাতিপাড়া প্রেসক্লাবের সভাপতি এ,এস,এম আল-আফতাব খান সুইট প্রমুখ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, বিশেষজ্ঞদের ধারণা
পানির জন্য তৃতীয় বিশ্বযুদ্ধ সংগঠিত হবে। তাই সঠিকভাবে বিশুদ্ধ পানির যথাযোগ্য ব্যবহার করার আহ্বান জানান তারা।