ঢাকা ০৫:৪৭ পূর্বাহ্ন, শনিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৫, ২ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ

পাওনা ফেলে দেশের পথে রাজশাহীর ক্রিকেটাররা

চ্যানেল এ নিউজ ডেস্ক:
  • আপডেট সময় : ০১:০৯:৪৪ অপরাহ্ন, সোমবার, ৩ ফেব্রুয়ারী ২০২৫ ৬৮ বার পড়া হয়েছে

collected

চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

পাওনা ফেলে দেশের পথে রাজশাহীর ক্রিকেটাররা

নজিরবিহীন কাণ্ড ঘটিয়েছে দুর্বার রাজশাহী। বারবার প্রতিশ্রুতি দিয়েও ক্রিকেটারদের পাওনা পরিশোধ করেনি নতুন মালিকানার এই ফ্র্যাঞ্চাইজিটি। দিনভর অপেক্ষার পর বিকেলে দেশে ফেরার টিকিট পেয়েছেন রাজশাহীর বিদেশি ক্রিকেটাররা। তবে বকেয়া রয়ে গেছে। অন্যরা আংশিক পেলেও ওয়েস্ট ইন্ডিজের মার্ক দয়াল নাকি কানাকড়িও পাননি! প্রাপ্তির আশায় স্থানীয় ক্রিকেটাররা হোটেলে অপেক্ষায় ছিলেন। কিন্তু আশ্বাস ছাড়া আর কিছু মেলেনি বিধায় হোটেল ছেড়ে ঘরে ফিরে যান তারা।

এব্যাপারে বিসিবি পরিচালক ও বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্যসচিব নাজমুল আবেদিন ফাহিম বলেন, ‘গতকাল (গত পরশু) মাননীয় ক্রীড়া উপদেষ্টা বিষয়টি নিয়ে কথা বলেছেন। একটু ধৈর্য ধরুন। এখনো তো চব্বিশ ঘণ্টাও হয়নি!’ তবে ধৈর্যের পরীক্ষা দিয়ে কোনো লাভ হয়নি খেলোয়াড়দের। উল্টো খবর ছড়িয়ে পড়ে, প্রায় সাত লাখ টাকা বাকি রাখায় ক্রিকেটারদের কিটব্যাগ আটকে রেখেছে দলটিকে বহনকারী বাস। পরে জানা যায়, কিটব্যাগ নিয়েই বাসায় ফিরেছেন ক্রিকেটাররা। তবে তাসকিন আহমেদরা প্রাপ্য পারিশ্রমিক পেয়েছেন কি না, সেটি জানা যায়নি।
দুর্বার রাজশাহীর কর্ণধার শফিকুর রহমান মিডিয়া তো বটেই, বোর্ডকেও নাকি এড়িয়ে চলছেন। তবে দলটির মিডিয়া বিভাগ থেকে সন্ধ্যায় বার্তা পাঠিয়ে জানানো হয় যে বিদেশি কোচিং স্টাফ ও ক্রিকেটারদের দেশে ফেরার টিকিট দেওয়া হয়েছে।

টুর্নামেন্টের শুরু থেকেই খবরের শিরোনাম হয়েছে দুর্বার রাজশাহী, যার বেশির ভাগই নেতিবাচক। ঢাকায় টুর্নামেন্ট শুরুর আগেই দলটির শুরুর অধিনায়ক এনামুল হক জানান, শর্ত অনুযায়ী পারিশ্রমিকের ২৫ শতাংশ তাঁদের কেউ পাননি। পারিশ্রমিকের দাবিতে চট্টগ্রাম পর্বে একটি প্রস্তুতি সেশন বয়কট করে দলটি।

ঢাকায় ফেরার পর এক ম্যাচে বিদেশিরা থেকে যান হোটেলে। এর মধ্যে হোটেল বিল বকেয়া থাকায় চট্টগ্রামে মালিকের কক্ষের সামনে নিরাপত্তারক্ষীর উপস্থিতি কিংবা ঢাকায় হোটেল বদলও ঘটেছে। শুধু পারিশ্রমিক নয়, খেলোয়াড়দের দৈনিক ভাতা ঠিকঠাক দেয়নি মালিকপক্ষ। সর্বশেষ ১১ দিনের ভাতা বাকি আছে। এমন পরিস্থিতিতে দেশে ফেরার টিকিটকেই ‘বর’ মনে হয়েছে দলটির বিদেশিদের!

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

পাওনা ফেলে দেশের পথে রাজশাহীর ক্রিকেটাররা

আপডেট সময় : ০১:০৯:৪৪ অপরাহ্ন, সোমবার, ৩ ফেব্রুয়ারী ২০২৫

পাওনা ফেলে দেশের পথে রাজশাহীর ক্রিকেটাররা

নজিরবিহীন কাণ্ড ঘটিয়েছে দুর্বার রাজশাহী। বারবার প্রতিশ্রুতি দিয়েও ক্রিকেটারদের পাওনা পরিশোধ করেনি নতুন মালিকানার এই ফ্র্যাঞ্চাইজিটি। দিনভর অপেক্ষার পর বিকেলে দেশে ফেরার টিকিট পেয়েছেন রাজশাহীর বিদেশি ক্রিকেটাররা। তবে বকেয়া রয়ে গেছে। অন্যরা আংশিক পেলেও ওয়েস্ট ইন্ডিজের মার্ক দয়াল নাকি কানাকড়িও পাননি! প্রাপ্তির আশায় স্থানীয় ক্রিকেটাররা হোটেলে অপেক্ষায় ছিলেন। কিন্তু আশ্বাস ছাড়া আর কিছু মেলেনি বিধায় হোটেল ছেড়ে ঘরে ফিরে যান তারা।

এব্যাপারে বিসিবি পরিচালক ও বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্যসচিব নাজমুল আবেদিন ফাহিম বলেন, ‘গতকাল (গত পরশু) মাননীয় ক্রীড়া উপদেষ্টা বিষয়টি নিয়ে কথা বলেছেন। একটু ধৈর্য ধরুন। এখনো তো চব্বিশ ঘণ্টাও হয়নি!’ তবে ধৈর্যের পরীক্ষা দিয়ে কোনো লাভ হয়নি খেলোয়াড়দের। উল্টো খবর ছড়িয়ে পড়ে, প্রায় সাত লাখ টাকা বাকি রাখায় ক্রিকেটারদের কিটব্যাগ আটকে রেখেছে দলটিকে বহনকারী বাস। পরে জানা যায়, কিটব্যাগ নিয়েই বাসায় ফিরেছেন ক্রিকেটাররা। তবে তাসকিন আহমেদরা প্রাপ্য পারিশ্রমিক পেয়েছেন কি না, সেটি জানা যায়নি।
দুর্বার রাজশাহীর কর্ণধার শফিকুর রহমান মিডিয়া তো বটেই, বোর্ডকেও নাকি এড়িয়ে চলছেন। তবে দলটির মিডিয়া বিভাগ থেকে সন্ধ্যায় বার্তা পাঠিয়ে জানানো হয় যে বিদেশি কোচিং স্টাফ ও ক্রিকেটারদের দেশে ফেরার টিকিট দেওয়া হয়েছে।

টুর্নামেন্টের শুরু থেকেই খবরের শিরোনাম হয়েছে দুর্বার রাজশাহী, যার বেশির ভাগই নেতিবাচক। ঢাকায় টুর্নামেন্ট শুরুর আগেই দলটির শুরুর অধিনায়ক এনামুল হক জানান, শর্ত অনুযায়ী পারিশ্রমিকের ২৫ শতাংশ তাঁদের কেউ পাননি। পারিশ্রমিকের দাবিতে চট্টগ্রাম পর্বে একটি প্রস্তুতি সেশন বয়কট করে দলটি।

ঢাকায় ফেরার পর এক ম্যাচে বিদেশিরা থেকে যান হোটেলে। এর মধ্যে হোটেল বিল বকেয়া থাকায় চট্টগ্রামে মালিকের কক্ষের সামনে নিরাপত্তারক্ষীর উপস্থিতি কিংবা ঢাকায় হোটেল বদলও ঘটেছে। শুধু পারিশ্রমিক নয়, খেলোয়াড়দের দৈনিক ভাতা ঠিকঠাক দেয়নি মালিকপক্ষ। সর্বশেষ ১১ দিনের ভাতা বাকি আছে। এমন পরিস্থিতিতে দেশে ফেরার টিকিটকেই ‘বর’ মনে হয়েছে দলটির বিদেশিদের!