পাওনাদারের টাকা পরিশোধ না করতেই পুড়ে ছাই ওবাইদুল; শোকে স্তব্ধ স্বজনরা!

- আপডেট সময় : ১২:৫১:৫২ অপরাহ্ন, শনিবার, ১৫ জুলাই ২০২৩ ২৫৩ বার পড়া হয়েছে
পাওনাদারের টাকা পরিশোধ না করতেই পুড়ে ছাই ওবাইদুল; শোকে স্তব্ধ স্বজনরা!
নাটোর প্রতিনিধিঃ
পাওনাদারের টাকা পরিশোধ না করতেই পুড়ে ছাই ওবাইদুল; শোকে স্তব্ধ স্বজনরা! ধার-দেনা পরিশোধ আর পরিবারের দারিদ্রতা দূর করতে প্রায় এক বছর আগে সৌদি আরবে পাড়ি জমিয়েছিলেন ওবাইদুল হক। সেখানে দামমাম শহরের একটি ফার্নিচার কারখানায় শ্রমিকের কাজে যোগদান করেন। কিন্তু দারিদ্রতা দূর করতে গিয়ে এক মর্মান্তিক অগ্নিকাণ্ডে মারা যান ওবাইদুল। ওবাইদুলের মৃত্যুর খবর বাড়িতে আসার সাথে সাথে শোকে স্তব্ধ হয়ে পড়েন তার পরিবারের সদস্যরা। নিহত ওবাইদুল হক নাটোরের নলডাঙ্গা উপজেলার খাজুরা ইউনিয়নের চাঁনপুর গ্রামের মৃত দবির উদ্দিন প্রামানিকের ছেলে।
নিহত ওবাইদুলের বড় ভাই মজনু প্রামানিক জানান, সাত ভাই ও চার বোনের মধ্যে সে (ওবাইদুল) সবার ছোট। পরিবারের দারিদ্রতা দূর করতে ও পাওনাদারের দেনা পরিশোধ করাতে ১ বছর আগে সৌদি আরবের দামমাম শহরের একটি ফার্নিচার কারখানায় শ্রমিকের কাজে যোগ দেয় তার ছোট ভাই। পাওনাদারদের সেই টাকা পরিশোধ করার আগেই পুড়ে ছাই হয়ে গেল ওবাইদুল, এই কথা বলেই কান্নায় ভেঙ্গে পড়েন মজনু প্রামানিক।
সৌদি আরবে ফার্নিচার কারখানায় অগ্নিকাণ্ডে ওবাইদুলের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে উপজেলা নির্বাহী অফিসার রোজিনা আক্তার বলেন, নিহত ওবাইদুল খাজুরা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সোহরাব হোসেনর ফুফাতো ভাই। তবে দূতাবাস বা সরকারী কোন কর্তৃপক্ষ তার মৃতুর কোন খবর নিশ্চিত করেনি। ওবাইদুলের মরদেহ দেশে ফিরিয়ে আনার জন্য স্বজনরা উপজেলা পরিষদ থেকে ফর্ম সংগ্রহ করেছেন বলে জানান তিনি।