পবায় গভীর নলকূপ জোরপূর্বক দখলের অভিযোগ

- আপডেট সময় : ০৮:০৮:৪১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২০ মে ২০২৫ ১৫০ বার পড়া হয়েছে
পবায় গভীর নলকূপ জোরপূর্বক দখলের অভিযোগ
রাজশাহীর পবায় বিএমডিএ এর নিয়োগ প্রাপ্ত হয়েও নওহাটার বরইকুড়ি-২ গভীর নলকূপ চালাতে পারচ্ছেন না অপারেটর জুলেখা খাতুন বিউটি। জোর করে সেটির অপারেটরের দায়িত্ব পালন করার অভিযোগ উঠেছে উপজেলার বাগসারা গ্রামের মুন্তাজ আলীর ছেলে সোহেল রানার বিরুদ্ধে। এবিষয়ে নিয়োগপ্রাপ্ত অপারেটর জুলেখা খাতুন বিউটি পবা উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ দায়ের করেছেন।অভিযোগের পরে তিনি অপারেটরের দায়িত্ব ফিরে পাননি। এ ঘটনায় যে কোন সময় রক্তক্ষয়ী সংঘর্ষের আশঙ্কা করছেন স্থানীয়রা।
এলাকায় সরেজমিনে গিয়ে স্থানীয়দের সাথে কথা বলে জানা গেছে, ওই গভীর গভীর নলকুপটি নিয়োগপ্রাপ্ত অপারেটর জুলেখা খাতুন বিউটির নামীয় জমি বরইকুড়ি জেএল নং ৯৯, দাগ নং ২ স্থাপন করা হয়। ১৯৯৪ সাল থেকে ২০০৪ সাল পর্যন্ত বিউটির মা অপারেটরের দায়িত্ব পালন করেন। ২০০৪ সাল হতে বিউটি নিষ্ঠার সাথে অপারেটরের দায়িত্ব পালন করে আসছেন। ২০২৪ সালের ৩০ ডিসেম্বর পুনরায় নবায়ন করে চলতি বছরের ২৭ ফেব্রুয়ারী কর্তৃপক্ষ তাকে অপারেটর হিসেবে নিয়োগপত্রও দেন। কিন্তু সোহেল রানা জোর করে গভীর নলকূপের ঘরে প্রথমে তালা দেন। এরপর থেকে সোহেল রানা জোর করে অবৈধভাবে অপাটরের দায়িত্ব নিয়ে গভীর নলকূপটি পরিচালনা করছেন।
সোহেল রানার সাথে যোগাযোগ করলে তিনি বলেন, গভীর নলকূপের অপারেটর হিসেবে তিনজন পরীক্ষা দিয়েছিলাম। নিয়োগ পেয়েছেন জুলেখা খাতুন বিউটি। কেন আপনি গভীর নলকূপটি পরিচালনা করছেন জানতে চাইলে তিনি বলেন, স্থানীয় বিএনপির ও জামায়াতে নেতাকর্মীদের সহযোগিতার আমি দায়িত্ব পালন করছি।
পবা উপজেলা বিএমডিএ সহকারী প্রকৌশলী মো: জামিনুর রহমান জানান, বরইকুড়ি-২ ডিপ অপারেটর হিসেবে জুলেখা খাতুন বিউটি এক বছরের জন্য নিয়োগপ্রাপ্ত। কিন্তু দায়িত্ব পালন করছেন সোহেল রানা নামে একজন। বিষয়টি নিয়ে ঊধ্বর্তন কর্তৃপক্ষের সাথে কথা হয়েছে। আশা করছি বিষয়টি দ্রুত সমাধান হবে।