পপুলারে চিকিৎসা সেবায় ছাড় পবে রাবি পরিবারের ৫০ হাজার সদস্য
- আপডেট সময় : ১২:১৮:৪৯ অপরাহ্ন, সোমবার, ২৫ নভেম্বর ২০২৪ ৪৭ বার পড়া হয়েছে
পপুলারে চিকিৎসা সেবায় ছাড় পবে রাবি পরিবারের ৫০ হাজার সদস্য
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে কর্মরত ও অবসরপ্রাপ্ত শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী, তাদের পরিবারের সদস্য এবং শিক্ষার্থীদের চিকিৎসা সংক্রান্ত বিভিন্ন পরীক্ষা ফিতে ছাড় দিতে পপুলার ডায়াগনস্টিক সেন্টার রাজশাহী শাখার সাথে সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৪ নভেম্বর) রাত ৮টায় নগরীর সিএন্ডবির মোড়ে অবস্থিত নানকিং দরবার হলে এই সমঝোতা স্বাক্ষর অনুষ্ঠিত হয়।
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পক্ষে স্বাক্ষর করেন রাবির উপাচার্য অধ্যাপক সালেহ্ হাসান নকীব এবং পপুলার ডায়াগনস্টিক সেন্টারের পক্ষে স্বাক্ষর করেন রাজশাহী শাখার ব্যবস্থাপক ফরিদ মো: শামীম।
পপুলার ডায়াগনস্টিকের পক্ষ থেকে জানানো হয়, রাবি সংশ্লিষ্টদের নির্ধারিত ডায়াগনিস্টক টেস্ট ফিতে ২০ থেকে ৪০ শতাংশ পর্যন্ত ছাড় দেয়া হবে। এই সমঝোতা স্বাক্ষরের মাধ্যমে রাবির ৫০ হাজার শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী, তাদের পরিবারের সদস্য এবং শিক্ষার্থী উপকৃত হবেন।