পনোর্গ্রাফি সংরক্ষন ও বিক্রির অভিযোগে নাটোরে ৪ জন আটক

- আপডেট সময় : ০৩:১৭:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ অক্টোবর ২০২১ ৫১৯ বার পড়া হয়েছে
নাটোর প্রতিনিধিঃ
নাটোরে পৃথক অভিযান চালিয়ে পনোর্গ্রাফি সংরক্ষন ও বিক্রি করার অভিযোগে আল আমিন(২৪), আকরাম হোসেন(২২), মোঃ আঃ মজিদ(২৯) ও আরিফুল ইসলাম (২৬) নামে ৪ কম্পিউটার ব্যবসায়ীকে আটক করেছে র্যাব। বৃহস্পতিবার (৭ অক্টোবর) সদর উপজেলার হয়বতপুর ও লক্ষিপুর বাজারে পৃথক অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
র্যাব-৫ নাটোর ক্যাম্প সুত্রে জানাযায়, অসাধু কম্পিউটার ব্যবসায়ী পর্নোগ্রাফি সংরক্ষণ এবং অর্থের বিনিময়ে এলাকার যুবক ও স্কুল-কলেজের শিক্ষার্থীদের নিকট হস্তান্তর করছে এমন গোপন তথ্যের ভিত্তিতে আজ সকালে সদর উপজেলার হয়বতপুর ও লক্ষিপুর বাজারে পৃথক অভিযান চালায় র্যাব সদস্যরা। অভিযানে এই দু’টি বাজার থেকে পনোর্গ্রাফি সংরক্ষন ও বিক্রির অভিযোগে ৪ জনকে আটক করা হয়। এসময় ৪টি সিপিইউ, ১১টি হার্ডডিক্স,৪টি মনিটর, ৪টি কিবোর্ড, ৪টি মাউস, ১৫টি কার্ড রিডার, ১২ টি কম্পিউটার ক্যাবল ও ১টি এসএসডি কার্ড জব্দ করা হয়।
র্যাব-৫ এর নাটোর ক্যাম্পের কোম্পাণী অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার মোঃ ফরহাদ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আটককৃতদের বিরুদ্ধে নাটোর সদর থানায় ২০১২ সালের পনোর্গ্রাফি নিয়ন্ত্রন আইনে একটি মামলা রুজু করা হয়েছে।