পত্নীতলায় এক লক্ষ বৃক্ষরোপণের উদ্বোধন

- আপডেট সময় : ০২:১৫:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ জুন ২০২৫ ১৩৪ বার পড়া হয়েছে
পত্নীতলায় এক লক্ষ বৃক্ষরোপণের উদ্বোধন
নওগাঁর পত্নীতলায় বর্ষব্যাপী এক লক্ষ বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচীর উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (৫ জুন) সকালে উপজেলার নজিপুর সরকারি কবরস্থান এলাকায় গাছের চারা রোপণের মাধ্যমে এ কর্মসূচীর উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার আলিমুজ্জামান মিলন। পত্নীতলা উপজেলা সমিতি (পউস) এর উদ্যোগে ও ১৬টি সহযোগী সংস্থার সহযোগিতায় এ কর্মসূচী উপজেলা জুড়ে লক্ষ্যাধিক বৃক্ষরোপণ বাস্তবায়ন করবে।
উপজেলা নির্বাহী অফিসার আলিমুজ্জামান বলেন, বিশ্ব পরিবেশ দিবসে বৃক্ষরোপন কার্যক্রমের যাত্রা শুরু হয়। তার ধারাবাহিকতা অব্যাহত থাকবে। আমি আশাবাদি বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের যৌথ উদ্যোগে অত্রাঞ্চলে পরিবেশ সুরক্ষায় অনন্য দৃষ্টান্ত স্থাপন করবে। উপজেলা প্রশাসন ও পৌরসভার মাধ্যমে সকল ধরনের সহযোগিতার আশ্বাস দেন তিনি।
পউস এর প্রতিষ্ঠাতা হাবীব সাত্তী জানান, পত্নীতলা উপজেলা সবুজায়ন করে গড়ে তোলার লক্ষ্যে উপজেলা জুড়ে একলক্ষ বৃক্ষরোপণ কর্মসূচী হাতে নিয়েছি আমরা।
উপজেলার নজিপুর সরকারি কবরস্থান, ধামইরহাট রোড, ফুলকুড়ি রোডসহ উপজেলার বিভিন্ন স্থানের পরিত্যক্ত জমিতে জারুল, তমাল, শিমুল, কাঞ্চন, ছাতিম, কৃষ্ণচূড়া সহ বিভিন্ন গাছ লাগানো হয়।