পঞ্চগড় আ’লীগের সভাপতি সুজন, সম্পাদক সম্রাট
- আপডেট সময় : ০৭:৪২:১৮ অপরাহ্ন, রবিবার, ২০ মার্চ ২০২২ ৪২ বার পড়া হয়েছে
পঞ্চগড় আ’লীগের সভাপতি সুজন, সম্পাদক সম্রাট
উমর ফারুক, পঞ্চগড় জেলা প্রতিনিধি:
পঞ্চগড় জেলা আওয়ামী লীগের ত্রি বার্ষিক সন্মেলনে পুনরায় রেলমন্ত্রী মোঃ নূরুল ইসলাম সুজনকে সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান আনোয়ার সাদাত সম্রাটকে সাধারণ সম্পাদক করে পঞ্চগড় জেলা আওয়ামী লীগের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে।
এসময় সহ-সভাপতি পদে পঞ্চগড়-১ আসনের সংসদ সদস্য মোঃ মজাহারুল হক প্রধানকে করা হয়েছে। রোববার (২০ মার্চ) দুপুর থেকে বিকেল পযর্ন্ত পঞ্চগড় জেলা শহরের চিনিকল মাঠে অনুষ্ঠিত ত্রিবার্ষিক সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে আগের কমিটি বিলুপ্ত করে নতুন কমিটির সভাপতি, সহ-সভাপতি ও সাধারণ সম্পাদকের নাম ঘোষণা করেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ।
পঞ্চগড় জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সন্মেলনে, রেলমন্ত্রী মোঃ নূরুল ইসলাম সুজনের, সভাপতিত্বে, আনোয়ার সাদাত সম্রাটের সঞ্চালনায় সম্মেলনে আ’লীগের দপ্তর সম্পাদক ও প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, কোষাধ্যক্ষ এইচ এন আশিকুর রহমান, সাংগঠনিক সম্পাদক মোঃ সাখাওয়াত হোসেন শফিক, কেন্দ্রীয় আ’লীগের সদস্য হোসনে আরা লুৎফা ডালিয়া, অ্যাডভোকেট সফুরা বেগম রুমি ও পঞ্চগড় জেলা আ’লীগের সিনিয়র সহ-সভাপতি মোঃ মজাহারুল হক প্রধান বক্তব্য রাখেন।