ঢাকা ১১:০৮ পূর্বাহ্ন, সোমবার, ১৪ অক্টোবর ২০২৪, ২৯ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

পঞ্চগড়ে সড়ক দখল করে চলছে বালুর ব্যবসা, ব‍্যবসাহীর ৬০ হাজার টাকা জরিমানা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:০৬:৫২ পূর্বাহ্ন, শুক্রবার, ৪ ফেব্রুয়ারী ২০২২ ১২০ বার পড়া হয়েছে
চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

উমর ফারুক, পঞ্চগড় জেলা প্রতিনিধিঃ
পঞ্চগড়ে বেশ কয়েকটি সড়ক দখল করে চলছে বালুর ব্যবসা। সড়কের ওপর বালু ফেলে রাস্তা বন্ধ করে ট্রাকে বালু তোলা হয়। এভাবে সড়কের অধিকাংশ বালু আর ট্রাকের দখলে থাকায় অন্য গাড়ি চলাচলে সমস্যা হচ্ছে। ভোগান্তি পোহাতে হচ্ছে পথচারীদের, ঘটছে দুর্ঘটনাও। বালুবাহী ১০ চাকার ভারী ট্রাক চলাচল করায় ভেঙে নষ্ট হয়ে যাচ্ছে সংযোগ সড়কগুলো। প্রতিদিন শতাধিক বালুবাহী ট্রাক চলে এসব সড়কে।

তাই খবর পেয়ে পঞ্চগড়ের চাওয়াই নদীতে অবৈধভাবে বালু উত্তোলন করার দায়ে ফরহাদ ইসলাম (৩৬) নামে এক বালু ব্যবসায়ীর দুটি ট্রাক্টর সহ ৬০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। বৃহস্পতিবার দুপুরে সদর উপজেলার চাওয়াই নদীর খৈপাড়া গ্রামের কাঠের সেতু সংলগ্ন এলাকায় এই জরিমানা করা হয়।

ভ্রাম্যমান আদালতের বিচারক ও সদর উপজেলা নির্বাহি অফিসার মাসুদুল হক এই জরিমানা করেন। এ সময় অমরখানা ইউপি চেয়ারম্যান নুরুজ্জামান নুরু, সদর উপজেলার প্রশাসনিক কর্মকর্তা আব্দুর রশিদ এবং পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন। ওই বালু ও পাথর ব্যবসায়ী ফরহাদ ইসলামের বাড়ি সদর উপজেলার অমরখানা ইউনিয়নের ডাঙ্গাপাড়া এলাকায়।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, সাতমেড়া ও অমরখানা ইউনিয়নের মধ্যবর্তী চাওয়াই নদীর কাঠের ব্রীজ সংলগ্ন খইপাড়া এলাকা থেকে ইজারা বর্হিভূতভাবে ফরহাদ ইসলাম নামে এক ব্যবসায়ী বেশকিছুদিন থেকে অবৈধভাবে বালু ও পাথর উত্তোলন করে আসছে। এ কারণে কাঠের ব্রীজের কিছু অংশ ক্ষতিগ্রস্থ হয়েছে। খবর পেয়ে সদর উপজেলার নির্বাহী অফিসার মাসুদুল হক সেখানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এসময় দুটি ট্রাক্টর সহ ট্রাক্টর মালিককে হাতেনাতে আটক করা হয়।

পরে বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন-২০১০ এর ৪ ধারা লংঘনের অপরাধে একই আইনের ১৫(১) ধারায় ৬০ হাজার টাকা অর্থদন্ড প্রদান করা হয়। তাৎক্ষনিক ওই ব্যবসায়ী ৬০ হাজার টাকা অর্থদন্ড প্রদান করেন ভ্রাম্যমাণ আদালত। অর্থদন্ড আদায় শেষে ওই ব্যবসায়ীর আটককৃত ট্রাক্টর দুটি ছেড়ে দেয়া হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

পঞ্চগড়ে সড়ক দখল করে চলছে বালুর ব্যবসা, ব‍্যবসাহীর ৬০ হাজার টাকা জরিমানা

আপডেট সময় : ১০:০৬:৫২ পূর্বাহ্ন, শুক্রবার, ৪ ফেব্রুয়ারী ২০২২

উমর ফারুক, পঞ্চগড় জেলা প্রতিনিধিঃ
পঞ্চগড়ে বেশ কয়েকটি সড়ক দখল করে চলছে বালুর ব্যবসা। সড়কের ওপর বালু ফেলে রাস্তা বন্ধ করে ট্রাকে বালু তোলা হয়। এভাবে সড়কের অধিকাংশ বালু আর ট্রাকের দখলে থাকায় অন্য গাড়ি চলাচলে সমস্যা হচ্ছে। ভোগান্তি পোহাতে হচ্ছে পথচারীদের, ঘটছে দুর্ঘটনাও। বালুবাহী ১০ চাকার ভারী ট্রাক চলাচল করায় ভেঙে নষ্ট হয়ে যাচ্ছে সংযোগ সড়কগুলো। প্রতিদিন শতাধিক বালুবাহী ট্রাক চলে এসব সড়কে।

তাই খবর পেয়ে পঞ্চগড়ের চাওয়াই নদীতে অবৈধভাবে বালু উত্তোলন করার দায়ে ফরহাদ ইসলাম (৩৬) নামে এক বালু ব্যবসায়ীর দুটি ট্রাক্টর সহ ৬০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। বৃহস্পতিবার দুপুরে সদর উপজেলার চাওয়াই নদীর খৈপাড়া গ্রামের কাঠের সেতু সংলগ্ন এলাকায় এই জরিমানা করা হয়।

ভ্রাম্যমান আদালতের বিচারক ও সদর উপজেলা নির্বাহি অফিসার মাসুদুল হক এই জরিমানা করেন। এ সময় অমরখানা ইউপি চেয়ারম্যান নুরুজ্জামান নুরু, সদর উপজেলার প্রশাসনিক কর্মকর্তা আব্দুর রশিদ এবং পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন। ওই বালু ও পাথর ব্যবসায়ী ফরহাদ ইসলামের বাড়ি সদর উপজেলার অমরখানা ইউনিয়নের ডাঙ্গাপাড়া এলাকায়।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, সাতমেড়া ও অমরখানা ইউনিয়নের মধ্যবর্তী চাওয়াই নদীর কাঠের ব্রীজ সংলগ্ন খইপাড়া এলাকা থেকে ইজারা বর্হিভূতভাবে ফরহাদ ইসলাম নামে এক ব্যবসায়ী বেশকিছুদিন থেকে অবৈধভাবে বালু ও পাথর উত্তোলন করে আসছে। এ কারণে কাঠের ব্রীজের কিছু অংশ ক্ষতিগ্রস্থ হয়েছে। খবর পেয়ে সদর উপজেলার নির্বাহী অফিসার মাসুদুল হক সেখানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এসময় দুটি ট্রাক্টর সহ ট্রাক্টর মালিককে হাতেনাতে আটক করা হয়।

পরে বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন-২০১০ এর ৪ ধারা লংঘনের অপরাধে একই আইনের ১৫(১) ধারায় ৬০ হাজার টাকা অর্থদন্ড প্রদান করা হয়। তাৎক্ষনিক ওই ব্যবসায়ী ৬০ হাজার টাকা অর্থদন্ড প্রদান করেন ভ্রাম্যমাণ আদালত। অর্থদন্ড আদায় শেষে ওই ব্যবসায়ীর আটককৃত ট্রাক্টর দুটি ছেড়ে দেয়া হয়।