পঞ্চগড়ে স্বতন্ত্র প্রার্থীর নির্বাচনি অফিস ভাংচুরের অভিযোগ
- আপডেট সময় : ০২:২৩:৫৩ অপরাহ্ন, সোমবার, ২৪ জানুয়ারী ২০২২ ১৫৮ বার পড়া হয়েছে
উমর ফারুক, পঞ্চগড় প্রতিনিধিঃ
পঞ্চগড়ের বোদা উপজেলার ঝলই শালশিরী ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে স্বতন্ত্র প্রার্থী মোঃ মনিরুজ্জামান তানুর মোটরসাইকেল প্রতিকের নির্বাচনি অফিস ভাংচুর করা হয়েছে । এসময় প্রতিপক্ষকে বাধা দিতে গেলে দুই পক্ষের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। মোটরসাইকেল মার্কার কর্মী, শ্রী নবায়ন চন্দ্র অধিকারী জানান , রবিবার (২৩ জানুয়ারি) রাত ১০ টায় ৫ নং ওয়ার্ডের হরিপুর গ্রামে, মোটরসাইকেল প্রতিকের নির্বাচনি অফিস উদ্ভোদন করা হয়। এসময় রাত ১ টার সময় আমি অফিসে বসে ছিলাম। নৌকা মার্কার সমর্থকদের মধ্যে ৪ কর্মী এসে অফিসের মধ্যে নাচানাচি শুরু করে। আমি বাধা দিতে গেলে আমাকে ধরে মারপিট করে চেয়ার, টেবিল ভাংচুর করা সহ নির্বাচনী পোষ্টার ছিড়ে ফেলে নৌকার কর্মীরা। মোটরসাইকেল মার্কার প্রার্থী মোঃ মনিরুজ্জামান তানু বলেন, গতকাল রাতে আমার নির্বাচনী এলাকা হরিপুরে, আমার নির্বাচনী অফিস ভাঙচুর করে নৌকা মার্কার কর্মীরা, এ বিষয়ে সংশ্লিষ্ট রিটার্নিং অফিসারকে আমি অভিযোগ করি। এ বিষয়ে নৌকার মার্কার চেয়ারম্যান প্রার্থী, আবুল হোসেন বলেন, আমার লোকজন কারো উপর হামলা করেনি বা কারো অফিস ভাংচুর করেনি। বরং আমার দুই কর্মী ওই এলাকার রাস্তা দিয়ে আসতে ধরলে তাদেরকে ডেকে মারধর করে। এবং আমি খবর পেয়ে তাৎক্ষণিক বোদা থানা অবগত করি। এবিষয়ে বোদা উপজেলা নির্বাহী অফিসার সোলেমান আলী জানান, নির্বাচনী অফিস ভাঙচুরের বিষয়টি জানার পর আজ দুপুরে বোদা থানার ওসি এবং রিটার্নিং অফিসার সহ ঘটনাস্থল পরিদর্শন করি। এ বিষয়ে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে। তবে নির্বাচনকে শান্তিপুর্ন রাখতে আইন শৃঙ্খলা ও পুলিশি নজরদারী বাড়ানো হয়েছে। উল্লেখ্য, ৩১ জানুয়ারি বোদা উপজেলায় একটি ইউনিয়নে ভোট গ্রহন অনুষ্ঠিত হবে।