পঞ্চগড়ে রিক্সা ভ্যান শ্রমিক লীগ’র ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ‘আনোয়ার হোসেন’
- আপডেট সময় : ০১:৩৬:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ১ ফেব্রুয়ারী ২০২২ ৩৭ বার পড়া হয়েছে
উমর ফারুক, পঞ্চগড় প্রতিনিধিঃ
পঞ্চগড় জেলা জাতীয় রিক্সা ভ্যান শ্রমিক লীগ রেজিঃ নং বি ২০০২ এর ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্ব পেলেন, আনোয়ার হোসেন আনু। জাতীয় রিকশা-ভ্যান শ্রমিক লীগ কেন্দ্রীয় কমিটিৱ, সাধারণ সম্পাদক, মোঃ ইনসুর আলীর নেতৃত্বে, আব্দুল আজিজ নেন্দর সভাপতিত্বে এক আলোচনা সভায় এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, সংগঠনের নির্বাহী পরিষদের এক জরুরি সভায় সংগঠনের গঠনতন্ত্রবিরোধী কার্যকলাপ ও শৃঙ্খলা ভঙ্গের দায়ে পূর্বের সাধারণ সম্পাদক মোঃ জাকির হোসেনকে অব্যাহতি দিয়ে, উপস্থিত সদস্যদের সর্বসম্মতিতে জাতীয় শ্রমিক লীগ গঠনতন্ত্র অনুযায়ী ৫ নভেম্বর ২০২১ তারিখের এক সভায় ১ নং যুগ্মসাধারণ সম্পাদক, আনোয়ার হোসেন আনু কে, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্ব দেওয়া হয়। এসভায় পঞ্চগড় জেলা রিক্সা-ভ্যান শ্রমিক লীগের, সভাপতি মোঃ আব্দুল আজিজ নেন্দর সভাপতিত্বে, সভা অনুষ্ঠিত হয়। এ সভায় বর্তমান সাধারণ সম্পাদক মো: জাকীর হোসেনের বিরুদ্ধে সংগঠনের অধিকাংশ নেতৃবৃন্দ অভিযোগ করেন, বিভিন্ন বক্তারা তাদের বক্তব্যে বলেন, সাধারণ সম্পাদক, দায়িত্ব গ্রহণ করার পরেই বিভিন্ন সংগঠন বিরোধী কার্যকলাপে লিপ্ত রয়েছে। তার বিরুদ্ধে দলের নাম ভাঙ্গিয়ে, চাঁদাবাজি, মাদক সেবন, নেতাকর্মীদের সাথে দুর্ব্যবহার সহ নানা অভিযোগ করেন, এবং সভায় সর্ব সম্মতিক্রমে সাধারণ সম্পাদক, জাকির হোসেনে কে বহিস্কার প্রস্তাব করেন। এবং সংগঠনের ১ নং যুগ্মসাধারণ সম্পাদক মোঃ আনোয়ার হোসেন আনু কে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব দানের জন্য কেন্দ্রীয় কমিটির নিকট জোর সুপারিশ করা হয়। আগামী দিনের সংগঠনকে গতিশীল করার জন্য বিভিন্ন ইউনিটিতে কমিটি গঠনের সিদ্ধান্ত গ্রহণ করা হয়। সভায় আর কোন আলোচনা না থাকায় আব্দুল আজিজ।