পঞ্চগড়ে বোরো ধানের আবাদে মেতেছে কৃষক
- আপডেট সময় : ০৩:৪৪:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ ফেব্রুয়ারী ২০২২ ৩৮ বার পড়া হয়েছে
পঞ্চগড়ে বোরো ধানের আবাদে মেতেছে কৃষক
উমর ফারুক, পঞ্চগড় জেলা প্রতিনিধিঃ
পঞ্চগড়ে বোরো ধানের আবাদে মেতেছে কৃষক।
গত বছর ধানের ভালো দাম পেয়ে, বোরো ধানের আবাদে মেতেছে কৃষক। পঞ্চগড় জেলায় চলতি মৌসুমে ব্যাপকভাবে বোরো চাষ করছেন চাষিরা। এরই মধ্যে বোরো চাষকে ঘিরে মাঠে মাঠে যেন উৎসব শুরু হয়েছে।
কৃষকরা বলছেন, ধানের দাম ভালো পেয়ে আরও উৎসাহ নিয়ে আবাদ করছেন। তবে এবছর বোরো আবাদের লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাবে বলে আশা কৃষি বিভাগের। এদিকে সরেজমিনে সদর উপজেলা, তেতুলিয়া উপজেলা, আটোয়ারী উপজেলা, বোদা ও দেবীগঞ্জ উপজেলাসহ বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে বিস্তীর্ণ ফসলের মাঠে ধানের কচি চারার সবুজ গালিচা।
কোথাও কোথাও গভীর নলকূপ থেকে চলছে পানি সেচ, ট্রাক্টর, পাওয়ার টিলার দিয়ে চলছে জমি চাষের কাজ। মাঠ সমান করার জন্য গরু-মহিষ দিয়ে চলছে মইয়ের কাজ। কোনো কোনো স্থানে গরু ও পাওয়ার টিলার ছাড়া কৃষকদের মই টেনে জমি সমান করার দৃশ্য দেখা গেছে। আবারও বোরো ধান রোপণের জন্য বীজতলা থেকে তোলা হচ্ছে ধানের চারা।
কৃষকদের শরীরে রয়েছে হালকা শীতের পোশাক, মাথায় গরম কাপড়। কেউ জমিতে হাল চাষ করছেন, কেউ জমির আইলে কোদাল কোপাচ্ছেন। এ বিষয়ে পঞ্চগড় জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপ-পরিচালক (শস্য) কৃষিবিদ মোঃ শাহ্ আলম মিয়া বলেন, কয়েক বছর থেকে ধানের দাম ভালো হওয়ায় ধান চাষে ভীষণ আগ্রহী হয়েছেন চাষিরা।
জেলায় এখন পর্যন্ত প্রায় ৩০৫০০ হেক্টর জমি বোরো ধান চাষ নির্ধারণ করা হয়েছে। ইতিমধ্যেই ২৬০০০ হাজার জমিতে বোরো আবাদ হয়েছে। তবে এর পরিমাণ আরও বাড়বে। আশা করা যাচ্ছে, গত বছরের চেয়ে অনেক বেশি জমিতে বোরো ধান চাষ হবে।