পঞ্চগড়ে জাপা নেতা হত্যা মামলায় স্ত্রী-ছোট ছেলে রিমান্ডে

- আপডেট সময় : ০২:৫৮:২৪ অপরাহ্ন, বুধবার, ৯ মার্চ ২০২২ ৫৮ বার পড়া হয়েছে
পঞ্চগড়ে জাপা নেতা হত্যা মামলায় স্ত্রী-ছোট ছেলে রিমান্ডে
উমর ফারুক, পঞ্চগড় জেলা প্রতিনিধি:
পঞ্চগড়ে জাপা নেতা হত্যা মামলায় স্ত্রী-ছোট ছেলে রিমান্ডে। পঞ্চগড় সদর উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক এবং বিশিষ্ট ব্যবসায়ী ও বাংলাবান্ধা স্থলবন্দর আমদানি রপ্তানিকারক এসোসিয়েশনের সাবেক সাধারণ সম্পাদক গোলাম আজম হত্যার ঘটনায় তার স্ত্রী বন্যা আক্তার (৪৭) ও ছোট ছেলে বাঁধনকে (২১) গ্রেপ্তার করে মঙ্গলবার দুপুরে তাদের পঞ্চগড় চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তোলা হয়।
এরআগে রোববার (৬ মার্চ) রাতে নিহত ব্যক্তির বড় ছেলে বদিউজ্জামান লিমন (২৪) বাদী হয়ে অজ্ঞাতপরিচয় ব্যক্তিকে আসামি করে পঞ্চগড় সদর থানায় একটি হত্যা মামলা করেন। পরে গোলাম আজমের স্ত্রী ও ছেলেকে গ্রেফতার করে পুলিশ আদালতে পাঁচ দিনের রিমান্ডের আবেদন করলে ম্যাজিস্ট্রেট হুমায়ূন কবীর সরকার এক দিনের রিমান্ড মঞ্জুর করেন।