পঞ্চগড়ে গৃহবধুর রহস্য জনক মৃত্যু!
- আপডেট সময় : ১২:৩৩:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ ডিসেম্বর ২০২১ ১৬০ বার পড়া হয়েছে
উমর ফারুক, পঞ্চগড় প্রতিনিধিঃ
পঞ্চগড় সদর উপজেলার কামত কাজলদীঘি ইউনিয়নে আসমা আক্তার শাবানা (২৪) নামের এক গৃহবধুর রহস্য জনক মৃত্যু হয়েছে । বৃহস্পতিবার (২ ডিসেম্বর ) সকালে সদর উপজেলা কামাত কাজলদীঘির ইউনিয়নের বন্দর পাড়া এলাকায় এ ঘটনাটি ঘটে। নিহত গৃহবধু বন্দর পাড়া এলাকার মোঃ আতিকুর রহমানের সহধর্মীনি স্বামী পেশায় এক জন ভেনচালক। স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানায়, দীর্ঘ ৭ বছর আগে বিয়ে হয় আতিকুর রহমানের সাথে আসমা আক্তার। তাদের সংসার জীবনে ৫ বছরের একটি ছেলে সন্তান আছে। এলাকাবাসী জানান পরিবারে লোকজনের সাথে প্রতিনিয়ত ঝগড়াঝাটি লেগে থাকতো নিহত আসমা আক্তার শাবানার সাথে। গত বুধবার ধান মারাই এবং টিউবয়েল পাকা করা নিয়ে শাশুড়ি ও স্বামীর বোনের সাথে এক প্রকার ঝগড়া হয়। বৃহষ্পতিবার সকাল ৭টার সময় ঘুম থেকে উঠে বাড়ির অন্য কাজ করে সকালের নাস্তা শেষ করে নিহত আসমা। স্বামী আতিকুর রহমান মাথা ব্যথা ঔষধ কেনার জন্য বাজারে যান। তিনি বলেন, ঔষধ নিয়ে বাড়িতে এসে দেখি লোকজনের ভিড় বারান্দায় আমার স্ত্রীর লাশ এছাড়া আর কিছু বলতে পারিনা আমি। ছেলে ইমরানকে জিজ্ঞাসাবাদ করলে বলে ফুফু খাদিজা (২৮) আমার মা গলা চেপে ধরে। ওই এলাকার মসজিদের মুয়াজ্জিন আব্দুল আজিজ তিনি জানান, নিহত আসমা আমাকে সকালে ডেকে নিয়ে বলেন চাচা দুই বস্তা সিমেন্ট আছে মসজিদের কাজে লাগবে নিয়ে যান পরে তার স্বামী বাধা দিয়ে বলেন আপনি চলে যান। এদিকে খবর পেয়ে পঞ্চগড় সদর থানার পুলিশ ঘটনা স্থলে এসে নিহতের সুরতহাল শেষে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে ময়না তদন্তের জন্য প্রেরণ করেন। এ ব্যাপারে পঞ্চগড় সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল লতিফ মিঞা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।