পঞ্চগড়ে অবৈধভাবে বালু উত্তোলন করায়, ড্রেজার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা

- আপডেট সময় : ০৬:১২:০১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১০ ফেব্রুয়ারী ২০২২ ৬৮ বার পড়া হয়েছে
পঞ্চগড়ে অবৈধভাবে বালু উত্তোলন করায়, ড্রেজার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা
উমর ফারুক, পঞ্চগড় জেলা প্রতিনিধিঃ
পঞ্চগড়ে অবৈধভাবে বালু উত্তোলন করায়, ড্রেজার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা।
পঞ্চগড় সদর উপজেলার কামাদ কাজলদিঘী ইউনিয়নের কুচিয়া মোড় এলাকায় তালমা নদী থেকে গভীর গর্ত করে ড্রেজার মেশিন দিয়ে অবৈধভাবে বালু উত্তোলন করার সময় ড্রেজার মালিক মোঃ মুক্তার আলী (৫২) কে আটকের পর ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
বুধবার (৯ ফেব্রুয়ারি) বিকেল সদর উপজেলার নির্বাহী অফিসার মাসুদুল হক সেখানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। নির্বাহী অফিসার মাসুদুল হক এ তথ্য নিশ্চিত করে জানিয়েছেন, পঞ্চগড় সদর উপজেলার কামাদ কাজলদিঘী ইউনিয়নের কুচিয়া মোড় এলাকার পিতাঃ মৃত আবুল হোসেন ছেলে মোঃ মুক্তার আলী প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে দীর্ঘদিন ধরে তালমা নদী থেকে ড্রেজার মেশিন দিয়ে অবৈধভাবে বালু উত্তোলন করে বিক্রি করে আসছিল।
বুধবার বিকেলে বালু উত্তোলনের সংবাদ পেয়ে ঘটনাস্থলে গিয়ে মুক্তার আলীকে বালু উত্তোলন করা অবস্থায় আটক করি। এরপর ভ্রাম্যমাণ আদালতের বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ এর ৪ ধারা লংঘনে ১৫(১) ধারায় আসামিকে ৫০ হাজার টাকা জরিমানা করে তাৎক্ষণিক আদায় করা হয়। আদায়কৃত অর্থ সরকারি কোষাগারে জমা করা হয়। জনস্বার্থে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।