পঞ্চগড় সীমান্তে নারী-পুরুষ ও শিশু সহ ১৫ জনকে পুশইন করেছে বিএসএফ

- আপডেট সময় : ০১:৩৬:১৭ অপরাহ্ন, শনিবার, ৫ জুলাই ২০২৫ ৫৩ বার পড়া হয়েছে
পঞ্চগড় সীমান্তে নারী-পুরুষ ও শিশু সহ ১৫ জনকে পুশইন করেছে বিএসএফ
পঞ্চগড়ের সদর উপজেলার খুনিয়া পাড়া ও অমরখানা সীমান্ত পথে নারী ও শিশুসহ ১৫ জনকে পুশ ইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। শুক্রবার (৪ জুলাই) দিবাগত রাতে তাদেরকে পুশইন করা হয়েছে। তাদের মধ্যে পাঁচজন পুরুষ, পাঁচজন মহিলা ও পাঁচজন শিশু। তারা খুলনা, বাগেরহাট, যশোর ও নড়াইল জেলার বাসিন্দা বলে জানা গেছে। বাংলাদেশে প্রবেশের পর নীলফামারী বিজিবি তাদেরকে আটক করে স্থানীয় ক্যাম্পে নিয়ে যায়। আটককৃতদের পঞ্চগড় সদর থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।
বিজিবি জানায়, শুক্রবার রাতে খুনিয়া পাড়া সীমান্তের মেইন পিলার ৭৬৪ এর ১৯ নম্বর সাব পিলার ও অমরখানা সীমান্তের মেইন পিলার ৭৪৩ এর ৩ সাব পিলার এলাকা দিয়ে তাদেরকে পুশ ইন করে সীমান্তরক্ষী – বিএসএফ। পরে সীমান্তবর্তী এলাকা থেকে তাদেরকে আটক করা হয়।
পঞ্চগড় সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল্লাহ হিল জামান বলেন, ইতোমধ্যে ১০ জনকে আমাদের কাছে হস্তান্তর করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে পরিবারের সদস্যদের সাথে যোগাযোগ করে তাদেরকে হস্তান্তর করা হবে। পাশাপাশি অমর খানা সীমান্ত দিয়ে অনুপ্রবেশ করা পাঁচজনকে সদর থানায় নিয়ে আসা হচ্ছে বলে জানান তিনি।