পঞ্চগড়ে শুরু হয়েছে চাল সংগ্রহ অভিযান বরাদ্দ অপ্রতুল্য

- আপডেট সময় : ০৪:৫৬:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ মে ২০২৫ ১৪০ বার পড়া হয়েছে
পঞ্চগড়ে শুরু হয়েছে চাল সংগ্রহ অভিযান বরাদ্দ অপ্রতুল্য
সারাদেশের মতো পঞ্চগড়েও বোরো সংগ্রহ অভিযান শুরু হয়েছে। গত মৌসুমের চেয়ে বর্তমান সরকার বাজার বিচেনায় প্রতি কেজি চাল ও ধানে ৪ টাকা বাড়িয়েছে। ফলে চাল সংগ্রহ অভিযান শতভাগ অর্জনের সম্ভবনা রয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। ২৭ এপ্রিল থেকে সংগ্রহ অভিযান শুরু হয়। তবে প্রতি বছরের মতো এবারো জেলাটিতে ধান ও চাল সংগ্রহে বরাদ্দ অপ্রতূল্য।
খাদ্য বিভাগ সূত্রে জানা যায়, চলতি মৌসুমে পাঁচটি উপজেলায় ৯ টি খাদ্য গুদামে ধান চাল সংগ্রহে বরাদ্দ দেওয়া হয়েছে ‘চাল ১০ হাজার ৮৯২ মেট্রিক টন ও ধান মাত্র ২ হাজার ৪১৪ মেট্রিক টন। চুক্তিবদ্ধ মিলার মোট ১৩৫।
এবারে সরকার প্রতি কেজি চাল কিনবে ৪৯ টাকা ও ধান ৩৬ টাকা। যা গতবার চালের বরাদ্দ ছিল ৯ হাজার ৮২১ মেট্রিক টন এবং ধান ৩ হাজার ৫৫৮ মেট্রিক টন। চালের দর ছিল ৪৫ টাকা ও ধানের দর ছিল ৩২ টাকা।
সরকার চুক্তিবদ্ধ মিলারের নিকট থেকে চাল সংগ্রহ করছে। তবে কৃষকের ধান অ্যাপসের মাধ্যমে ক্রয়ের সিদ্ধান্ত বহাল রয়েছে। ধান ক্রয়ে এমন ডিজিটাল পদ্ধতি চালু করায় কৃষক গতবার ধান দিতে অনাগ্রহ ছিল। এবারে ও তেমনটা হতে পারে বলে ধারনা সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তাদের। তবে এ বিষয়ে জেলা খাদ্য নিয়ন্ত্রকের সাথে মুঠোফোনে বক্তব্য নিতে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি সেটি রিসিভ করেননি।
এদিকে খাদ্য দপ্তটির সূত্র মতে ১৫ মে পর্যন্ত ১৫৩ মেট্রিক টন চাল সংগ্রহ করা হয়েছে। সদর উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কামরুজ্জামান বলেন ‘ ধান সংগ্রহে কি হয় তা বলা যায় না। তবে চাল সংগ্রহে আশা করি ভালো ফল পাওয়া যেতে পারে।