পঞ্চগড়ে রাইস ট্রান্সপ্লান্টারের মাধ্যমে বোর ধানের চারা রোপনের উদ্বোধন

- আপডেট সময় : ০৫:৩৩:২৫ অপরাহ্ন, সোমবার, ২৭ জানুয়ারী ২০২৫ ৪৪ বার পড়া হয়েছে
পঞ্চগড়ে রাইস ট্রান্সপ্লান্টারের মাধ্যমে বোর ধানের চারা রোপনের উদ্বোধন
পঞ্চগড় সদর উপজেলায় ব্লক প্রদর্শনীর স্থাপনের মাধ্যমে বোরো ধানের চাষাবাদ বাস্তবায়নে রাইস ট্রান্সপ্লান্টারের মাধ্যম বোর ধানের চারা রোপনের উদ্বোধন করা হয়েছে। সোমবার (২৭ জানুয়ারি) সকালে সদর উপজেলার কৃষি সম্প্রসারন অধিদপ্তরের আয়োজনে উপজেলার কামাত কাজলদীঘি ইউনিয়নের ঘাটিয়ার পাড়া গ্রামে বোর ধানের চারা রোপনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন, জেলা প্রশাসক মোঃ সাবেত আলী।
এসময় সদর উপজেলা নির্বাহী অফিসার জাকির হোসেন এর সভাপতিত্বে বক্তব্য রাখেন পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপ-পরিচালক সুবত চন্দ্র রায়, সদর উপজেলা কৃষি অফিসার আসাদুন্নবী,ইউপি চেয়ারম্যান তোফায়েল প্রধান। এসময় ওই এলাকার শতাধীক কৃষক,কৃষাণী ও উপকারভোগী কৃষকরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, রাইস ট্রান্সপ্লান্টারের মাধ্যমে অল্প সময়ে মধ্যে যেমনি ধানের চারা রোপন করা সম্ভব তেমনি খরচও হয় কম, তাই সরকার কৃষকদের সহযোগিতায় কৃষক সমিতির মাধ্যমে প্রণোদনা হিসেবে শাশ্রয়ী এই সহজ পদ্ধতি ব্যাবস্থা চালু করেছে। এতে কৃষকরা লাভবান হবে বলে আশা করছেন। আগামিতে আরও বেশি লক্ষমাত্রা জমি নিয়ে চারা রোপন করা হবে। ২৪-২৫ অর্থ বছরে রবি মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসুচির আওতায় রাইস ট্রান্সপ্লান্টারের মাধ্যমে ঘাটিয়া পাড়া এলাকায় ৫০ একর জমিতে উফশী জাতের বোর ধানের চারা রোপন করা হবে।