পঞ্চগড়ে ভূমি মেলা উপলক্ষ্যে সেমিনার অনুষ্ঠিত

- আপডেট সময় : ০৪:৩৩:৫২ অপরাহ্ন, রবিবার, ২৫ মে ২০২৫ ১১৯ বার পড়া হয়েছে
পঞ্চগড়ে ভূমি মেলা উপলক্ষ্যে সেমিনার অনুষ্ঠিত
পঞ্চগড়ে ভূমি মেলা উপলক্ষ্যে সেমিনার অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৫ মে) দুপুরে জেলা প্রশাসকের সেমিনার কক্ষে এ উপলক্ষে ভূমি সেবা অটোমেশন বিদ্যমান চ্যালেঞ্জ সমুহ ও উত্তরণের পথ নকসা শীর্ষক এক কর্মশালা আয়োজন করে জেলা প্রশাসন। অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সীমা শারমীনের সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মো: সাবেত আলী।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার আমিরুল্লাহ। সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সুমনচন্দ্র দাস। ভূমি মন্ত্রণালয়, ভূমি সংস্কার বোর্ড এবং ভূমি ব্যবস্থাপনা অটোমেশন প্রকল্পের সহযোগিতায় অনুষ্ঠিত এই সেমিনারে উপজেলা নির্বাহী কর্মকর্তা, ভূমি সংশ্লিষ্ট কর্মকর্তা, কর্মচারী, শিক্ষক শিক্ষার্থী এবং বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারীরা অংশ নেয়।