পঞ্চগড়ে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে শোভাযাত্রা

- আপডেট সময় : ০৩:০৯:১৪ অপরাহ্ন, বুধবার, ২৫ জুন ২০২৫ ১০২ বার পড়া হয়েছে
পঞ্চগড়ে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে শোভাযাত্রা
“প্লাস্টিক দূষণ আর নয়, বন্ধ করার এখনই সময়” এমন প্রতিপাদ্যকে সামনে রেখে নানা কর্মসূচির মধ্য দিয়ে বুধবার পঞ্চগড়ে বিশ্ব পরিবেশ দিবস পালিত হয়েছে। সকালে পঞ্চগড় কালেক্টরেট চত্বর থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে আবার সেখানে এসে শেষ হয়।
শোভাযাত্রায় বাপা, পরিবেশ বন্ধু, সবুজ আন্দোলন , কারিগর ভূমিজসহ বিভিন্ন পরিবেশবাদী সংগঠনের প্রতিনিধিরা ব্যানার ফেস্টুন নিয়ে অংশ নেয়। এর আগে রঙিন বেলুন উড়িয়ে দিবসটির উদ্বোধন করেন জেলা প্রশাসক। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অতিরিক্ত জেলা প্রশাসক সুমন চন্দ্র দাশের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোঃ সাবেত আলী। সভায় জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক ইউসুফ আলী মূল প্রবন্ধ উপস্থাপন করেন।
সভায় অন্যান্যের মধ্যে পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী,পরিবেশ বন্ধু সংগঠনের তাসবিরুল বারী নয়ন, বেলার নেটওয়ার্ক মেম্বার জ্যেষ্ঠ গণমাধ্যম কর্মী শহীদুল ইসলাম শহীদ, বাপার সহ-সভাপতি কাজী মোকছেদুর রহমান, কারিগরের সরকার হায়দারসহ অনেকেই বক্তব্য দেন। বক্তারা ড্রেজার মেশিনে পাথর উত্তোলন বন্ধ, যত্রতত্র ঝুঁকিপূর্ণ ভাবে পাথর ভাঙা মেশিন বন্ধ, নদীর দখল দূষণমুক্ত ও শব্দ দূষণ বন্ধ করার দাবি জানান। শুধু আইন নয় ব্যাপক সচেতনতা তৈরি ও সামাজিক আন্দোলনের মাধ্যমে পরিবেশ সংরক্ষণ করা সম্ভব।
শেষে রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেয়া হয়।