পঞ্চগড়ে বিনামূল্যে চক্ষু সেবা নিলেন সহস্রাধিক মানুষ

- আপডেট সময় : ০১:২৬:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জানুয়ারী ২০২৫ ৪০ বার পড়া হয়েছে
পঞ্চগড়ে বিনামূল্যে চক্ষু সেবা নিলেন সহস্রাধিক মানুষ
পঞ্চগড় সরকারি স্টেডিয়ামে বিনামূল্যে চক্ষু শিবিরের উদ্বোধন করেছেন পঞ্চগড় জেলা প্রশাসক মোঃ সাবেদ আলী। মঙ্গলবার (২১ জানুয়ারি ) সকালে স্টেডিয়াম মাঠে এ চক্ষু শিবির উদ্বোধন করা হয়। পাশাপাশি ফ্রি ডায়াবেটিস টেস্ট , বিনামূল্যে রক্ত গ্রুপ নির্ময়, চশমা ও ওষুধ বিতরণ করেন।
মঙ্গলবার সকাল থেকেই বিভিন্ন এলাকা থেকে সহস্রাধিক নারী পুরুষ, বৃদ্ধ ও শিশু জড়ো হন স্টেডিয়াম মাঠে। নারী পুরুষদের অসংখ্য বুথে রোগীদের চিকিৎসা সেবা দেওয়া হয়। দুপুর পর্যন্ত প্রায় দুই সহস্রাধিক রোগীকে প্রাথমিক সেবা দেওয়া হয়েছে। একই সঙ্গে তাদের বিনামূল্যে ওষুধ সরবরাহ করা হয়। চক্ষুশিবিরে চিকিৎসা সহায়তা দিচ্ছে দিনাজপুরের গাউসুল আযম বিএনএসবি আই হাসপাতাল।
জেলা প্রশাসনের আয়োজনে মাসব্যাপি তারুণ্য উৎসবের ২৫ ইভেন্টের মধ্যে একটি বিনামূল্যে চক্ষু শিবির। চিকিৎসা নিতে আসা গুরুতর রোগীদের দিনাজপুরে মূল হাসপাতালে বিনামূল্যে আবাসিক চিকিৎসা দেয়া হবে বলে জানিয়েছে আয়োজক কর্তৃপক্ষ। এজন্য হাসপাতাল কর্তৃপক্ষের নিজস্ব পরিবহনে রোগীদের নিয়ে যাওয়া হবে।
জেলা প্রশাসক মো. সাবেত আলীর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন পুলিশ সুপার মিজানুর রহমান মুনসী, বাংলাদেশ সেনাবাহিনীর ২৯/বীর সৈয়দপুর ক্যান্টন্টমেন্টের মেজর মেহেদী হাসান, সিভিল সার্জন ডা. মোস্তাফিজুর রহমান, জেলা সমাজ সেবা অধিদপ্তরের উপপরিচালক অনিরুদ্ধ কুমার রায়, জেলা বিএনপির আহ্বায়ক জাহিরুল ইসলাম কাচ্চু, পৌর বিএনপির আহ্বায়ক তৌহিদুল ইসলাম, জামায়াতে ইসলামীর জেলা আমির ইকবাল হাসান।