পঞ্চগড়ে পেনশন স্কিন বিষয়ক মেলা ও কর্মশালা

- আপডেট সময় : ০৮:৪৮:৪৭ পূর্বাহ্ন, রবিবার, ২২ জুন ২০২৫ ৯৫ বার পড়া হয়েছে
পঞ্চগড়ে পেনশন স্কিন বিষয়ক মেলা ও কর্মশালা
দেশের সকল নাগরিককে একটি সুসংগঠিত সামাজিক নিরাপত্তা কাঠামোর আওতায় আনার লক্ষ্যে সরকার সর্বজনীন পেনশন স্কিম চালু করেছে। এ লক্ষ্য বাস্তবায়নে জাতীয় পেনশন কর্তৃপক্ষ এবং জেলা প্রশাসনের উদ্যোগে পঞ্চগড়ে পেনশন মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
রবিবার (২২ জুন) পঞ্চগড় সরকারি অডিটোরিয়ামে চত্বরে পেনশন মেলা ও অডিটোরিয়ামে আলোচনা সভা ও কর্মশালা অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসক মো. সাবেত আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি ছিলেন অর্থ মন্ত্রণালয়ের যুগ্মসচিব সচিব আফম ফজলে রাব্বী। বিশেষ অতিথি ছিলেন সিভিল সার্জন ডা. মিজানুর রহমান। কর্মশালায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন জাতীয় পেনশন কতৃপক্ষের উপসচিব সিরাজুম মুনিরা। তিনি সর্বজনীন পেনশন স্কিমের বিভিন্ন দিক সম্পর্কে আলোচনা করেন এবং তিনি অংশগ্রহণকারীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।
কর্মশালায় অন্যান্যদের মধ্যে জেলা বিএনপির আহ্বায়ক জাহিরুল ইসলাম কাচ্চু, জেলা জামায়াতের আমির অধ্যাপক ইকবাল হোসাইন, বৈষম্য বিরোধী আন্দোলনের নেতা ফজলে রাব্বী বক্তব্য দেন।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, এ আয়োজন গ্রাহক অন্তর্ভুক্তি বাড়াতে অবদান রাখবে বলে আশা করা যাচ্ছে। মাঠ পর্যায়ে সর্বজনীন পেনশন স্কিম সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির মাধ্যমে অংশগ্রহণ বাড়ানোর লক্ষ্যে এ আয়োজন করা হয়েছে। মেলায় ব্যাংক, এনজিও, সরকারি প্রতিষ্ঠান, মোবাইল ফিনান্সিয়াল সার্ভিস (বিকাশ ও নগদ), ইউনিয়ন ডিজিটাল সেন্টারসহ অন্য অংশীজনরা সর্বজনীন পেনশন স্কিমে অংশ গ্রহণ করে। মেলায় সর্বজনীন পেনশন স্কিমের আওতায় চলমান চারটি স্কিমের (প্রবাস, প্রগতি, সুরক্ষা ও সমতা) বিভিন্ন সুবিধাগুলো তুলে ধরা হয়। বিশেষত নতুনভাবে সংযোজিত সুবিধা যেমন- পেনশনে গমনের সময় আগ্রহী হলে জমা করা টাকার ৩০ শতাংশ এককালীন (অফেরতযোগ্য) উত্তোলন সুবিধা, ২০২৫-২৬ অর্থবছরের বাজেটে জাতীয় পেনশন কর্তৃপক্ষের আয় ও গ্রাহক জমার বিনিয়োগের উপর কর অব্যাহতির বিষয়টি জনসাধারণকে জানানো হয়।
নতুনভাবে এ সুবিধা দেওয়ায় সর্বজনীন পেনশন স্কিম আরো লাভজনক হবে। এ স্কিমের পরিচালন ব্যয় সরকার বহন করে, সমুদয় বিনিয়োগ মুনাফা গ্রাহক পেয়ে থাকে। তাছাড়া গ্রাহকরা বিনিয়োগ রেয়াত সুবিধা প্রাপ্ত হন। জাতীয় পেনশন কর্তৃপক্ষ ও গ্রাহকের জমা করা অর্থের বিনিয়োগ করমুক্ত হওয়ায় এটি এখন আরও আকর্ষণীয় এবং লাভজনক স্কিম মর্মে জনমাধ্যমকে অবহিত করা হয়। কর্মশালায় জেলা পর্যায়ের সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তি, সিভিল সোসাইটিসহ বিভিন্ন শ্রেণি পেশা মানুষ উপস্থিত ছিলেন। সর্বজনীন পেনশন স্কিমে অংশগ্রহণ বাড়ানোর কৌশল নির্ধারণের এ কর্মশালা সহায়ক বলে জানানো হয়। এর আগে রঙিন বেলুন উড়িয়ে মেলার উদ্বোধন করেন অতিথিরা। পরে অতিথিরা স্টল পরিদর্শন করেন। শেষে মেলা প্রাঙ্গণে সাংস্কৃতিক অনুষ্ঠানে স্থানীয় সাংস্কৃতিক ঐতিহ্যের পাশাপাশি সর্বজনীন পেনশন স্কিমের থিমগুলো তুলে ধরে বিভিন্ন পরিবেশনা ও “বেলা শেষে” নাটক পরিবেশন করা হয়। স্থানীয় পর্যায়ে শিল্পীরা সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণ করে।