পঞ্চগড়ে দুর্নীতি বিষয়ক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত

- আপডেট সময় : ০১:২৫:১৯ অপরাহ্ন, শনিবার, ২৪ মে ২০২৫ ১৩৩ বার পড়া হয়েছে
পঞ্চগড়ে দুর্নীতি বিষয়ক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত
দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা, গড়বে আগামীর শুদ্ধতা” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সচেতনতা বৃদ্ধি এবং সততা চর্চায় শিক্ষার্থীদের উদ্বুদ্ধ করার লক্ষ্যে দু’দিন ব্যাপী আয়োজিত দুর্নীতি বিরোধী রচনা, চিত্রাঙ্কন ও বিতর্ক প্রতিযোগিতা শনিবার শেষ হয়েছে।
দুর্নীতি দমনে কমিশন সমন্বিত কার্যালয় ঠাকুরগাঁওয়ের সহযোগিতায় পঞ্চগড় জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি এসব প্রতিযোগিতার আয়োজন করে। প্রতিযোগিতায় প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের দুই শতাধিক শিক্ষার্থী অংশ নেয়।
প্রতিযোগিতা শেষে জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে বিজয়ীদের মাঝে পুরস্কার হিসেবে ক্রেস্ট, মেডেল ও সনদ তুলে দেন জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ডা. খালেদ তৌহিদ পুলক।
এসময় জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহ-সভাপতি ফেরদৌস আরা বকুল, মিজানুর রহমান সরকার বাবলু, সাধকদের সম্পাদক মেহেদী হাসান বাবলাসহ কমিটির সদস্য, শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।