পঞ্চগড়ে ঘোড়া দৌড় প্রতিযোগিতায় হাজারো মানুষের ঢল
- আপডেট সময় : ০৭:১২:৪৬ অপরাহ্ন, শনিবার, ২২ জুন ২০২৪ ৫০ বার পড়া হয়েছে
পঞ্চগড়ে ঘোড়া দৌড় প্রতিযোগিতায় হাজারো মানুষের ঢল
পঞ্চগড়ের বোদা উপজেলার কাজলদিঘী কালিয়াগঞ্জ ইউনিয়নের দইখাতা মাঠে নতুন বাংলা যুব উন্নয়ন ক্লাবের বার্ষিক ঘোড়া দৌড় প্রতিযোগিতায় অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২২ জুন) গ্রামবাংলার ঐতিহ্যবাহী ঘোড়দৌড় প্রতিযোগিতা উপভোগ করতে দুপুর থেকেই জেলার বিভিন্ন এলাকা থেকে আসতে থাকেন দর্শকরা। বিকাল হতে না হতেই তাদের পদচারণায় বিশাল মাঠ ভরে যায়।
এদিকে প্রতিযোগীরাও ঘোড়া নিয়ে এসে হাজির হন রংপুর বিভাগের বিভিন্ন জেলা উপজেলা সহ পঞ্চগড়ের আশপাশে থেকেও ঘোড়া নিয়ে প্রতিযোগিতায় অংশ নিতে আসেন কেউ কেউ। অধিকাংশ প্রতিযোগীই জানালেন, নিতান্তই শখ আর মানুষকে আনন্দ দেয়ার উদ্দেশ্যেই ঘোড়া লালনপালন করছেন তারা। অনেকেই বংশ ঐতিহ্যকে ধরে রেখেছেন। দেশের নানা জায়গায় ঘোড় দৌড় প্রতিযোগিতায় অংশ নেন তারা।
এসময় পঞ্চগড়ে দইখাতা নতুন বাংলা যুব উন্নয়ন ক্লাবের বার্ষিক ঘোড়া দৌড় প্রতিযোগিতায় বক্তব্য রাখেন বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি মোঃ সাদ্দাম হোসেন, বোদা উপজেলা পরিষদের চেয়ারম্যান ফারুক আলম টুপি, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মোমিন সহ আরো অনেকেই উপস্থিত থেকে বক্তব্য রাখেন।