পঞ্চগড়ে গ্রাম আদালত বিষয়ক প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন

- আপডেট সময় : ০২:১৮:১১ অপরাহ্ন, সোমবার, ২৬ মে ২০২৫ ১৬৪ বার পড়া হয়েছে
পঞ্চগড়ে গ্রাম আদালত বিষয়ক প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন
পঞ্চগড়ে দুই দিনব্যাপি গ্রাম আদালত বিষয়ক প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করা হয়েছে। সোমবার (২৬ মে) সকালে স্থানীয় সরকার বিভাগের উদ্যোগে এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের আওতায় ‘বাংলাদেশ গ্রাম আদালত সক্রিয়করণ (৩ তথতয় পর্যায়)’ প্রকল্পের অংশ হিসেবে প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করা হয়।
সদর উপজেলা পরিষদ হলরুমে উদ্বোধনী অনুষ্ঠানে পঞ্চগড়ের জেলা প্রশাসক সাবেত আলী প্রধান অতিথির বক্তব্যে বলেন, সাধারণ মানুষের কাছে দ্রুত, স্বল্প ব্যয়ে এবং সহজ প্রক্রিয়ায় বিচার সেবা পৌঁছে দিতে গ্রাম আদালত কার্যকর একটি মাধ্যম। সরকার গ্রাম আদালতের কার্যক্রম জোরদারে সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছে।
উপজেলা নির্বাহী অফিসার জাকির হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক (ভারপ্রাপ্ত) সীমা শারমিন, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লা হিল জামান প্রমূখ বক্তব্য রাখেন।
প্রকল্প সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, এই প্রকল্পের মাধ্যমে স্থানীয় পর্যায়ে বিকল্প বিরোধ নিষ্পত্তি ব্যবস্থা আরো শক্তিশালী করা হচ্ছে। গ্রাম আদালতের কার্যক্রমকে স্বচ্ছ, গতিশীল ও জনগণের আস্থাভাজন করতে সরকারের এই উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। প্রশিক্ষণের মাধ্যমে অংশগ্রহণকারীরা গ্রাম আদালতের গঠন, বিচারপ্রক্রিয়া, মামলা নিষ্পত্তির ধারা ও প্রাসঙ্গিক আইনি কাঠামো সম্পর্কে বাস্তবধর্মী ধারণা লাভ করবেন। দুইদিন ব্যাপি এই প্রশিক্ষনে সদর উপজেলার ছয়টি ইউনিয়নের ৭২ জন ইউপি সদস্য অংশ নেন।।