পঞ্চগড়ে অসহযোগ আ ন্দো ল নে র-ণ-ক্ষে-ত্র
- আপডেট সময় : ১২:৩৯:৪৭ অপরাহ্ন, রবিবার, ৪ অগাস্ট ২০২৪ ৫৮ বার পড়া হয়েছে
পঞ্চগড়ে অসহযোগ আ ন্দো ল নে র-ণ-ক্ষে-ত্র
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকা এক দফা দাবির অসহযোগ ঘিরে পঞ্চগড়ে রণক্ষেত্রে পরিণত হয়েছে। পঞ্চগড়ের মহাসড়কসহ বিভিন্ন এলাকা দখল করে নিয়েছেন আন্দোলনকারীরা। রোববার (৪ আগস্ট) দুপুর ১১টার পর থেকে আওয়ামী লীগ নেতাদের বাড়িতে আগুন ও ভাঙচুর ঘটনা ঘটেছে। এসময় মহাসড়কে বেশ কয়েকটি মোটরসাইকেল, সিএনজি, ব্যাটারি চালিত অটোতে আগুন ধরিয়ে দেয়। হাজার হাজার ছাত্র-জনতা রাস্তায় নেমে পরলে মহাসড়ক সহ পঞ্চগড় আন্দোলনকারীদের দখলে ছিল।
এসময় পঞ্চগড় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, আনোয়ার সাদাত সম্রাটের গাড়ি ও বাড়িতে আগুন, সদর উপজেলার আওয়ামী লীগের সভাপতি, মোঃ আমিরুল ইসলামের গাড়ি ও বাড়িতে আগুন। পৌর মেয়র জাকিয়া খাতুনের বাড়ি ভাংচুর। উত্তরা মটর শোরুম সহ অসংখ্য আওয়ামী লীগের নেতাকর্মীর বাড়িতে হামলা ও ব্যাপক ভাঙচুর চালান। বিভিন্ন সড়কে অন্তত ১৫ থেকে ২০টি মোটরসাইকেল ও ব্যাটারি চালিত অটো রিকশা, সিএনজিতে আগুন দেওয়ায় এতে সেখানে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এ সময় যানবাহন দোকানপাট তাৎক্ষণিক বন্ধ হয়ে যায়। তবে এখনো থমথমে বিরাজ করছে পঞ্চগড়।
এদিকে সকালে আওয়ামী লীগের শান্তি সমাবেশে জড়ো হতে থাকেন বিভিন্ন এলাকা থেকে আসা আওয়ামী লীগের নেতা কর্মীরা। তবে ছাত্র আন্দোলনকারীদের স্রোতে সরে যান ক্ষমতাসীন দলের নেতা-কর্মীরা। এ কারণে বেলা সাড়ে ১১টার পর মহাসড়কে যান চলাচল বন্ধ রয়েছে । তবে এত জ্বালাও পড়াও বাড়িতে অগ্নি সংযোগ ব্যাপক ক্ষতি করায় পুলিশ কিংবা কোন প্রশাসনের লোকজন কিংবা কোন আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সকাল থেকেই মাঠে দেখা যায়নি।