পঞ্চগড়ের পরিবেশ দিবস উপলক্ষে আলোচনা সভা, কুইজ প্রতিযোগিতা

- আপডেট সময় : ০২:৫০:০৪ অপরাহ্ন, সোমবার, ৩০ জুন ২০২৫ ১১৪ বার পড়া হয়েছে
পঞ্চগড়ের পরিবেশ দিবস উপলক্ষে আলোচনা সভা, কুইজ প্রতিযোগিতা
পঞ্চগড়ে জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস উদযাপন উপলক্ষে পরিবেশ বিষয়ক আলোচনা সভা, কুইজ প্রতিযোগিতা ও শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৩০ জুন) সকালে পৌর শহরে অবস্থিত “ব্যারিস্টার জমির উদ্দিন সরকার কলেজিয়েট ইন্সটিটটিউট” এর হল রুমে বিশ্ব পরিবেশ দিবস-২০২৫ উদযাপনের অংশ হিসেবে পরিবেশ বিষয়ক আলোচনা সভা, পরিবেশ বিষয়ক কুইজ প্রতিযোগিতা ও গাছের চারা বিতরণী অনুষ্ঠান এর আয়োজন করা হয়।
ব্যারিস্টার জমির উদ্দিন সরকার কলেজিয়েট ইন্সটিটটিউট, পঞ্চগড়- এর প্রধান শিক্ষক মো: তাহেরুল ইসলাম এর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: জাকির হোসেন।
তিনি বলেন “বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে আজকের এই আয়োজনের মূল উদ্দেশ্য-পরিবেশ বিষয়ে সচেতনতা তৈরি, নতুন প্রজন্মকে পরিবেশ রক্ষায় উদ্বুদ্ধ করা এবং সকলের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করা। এই পৃথিবী আমাদের, একে রক্ষা করার দায়িত্বও আমাদেরই। পরিবেশের সুরক্ষা প্রদান করা শুধু সরকারের দায়িত্ব নয়, এটি প্রতিটি নাগরিকের নৈতিক কর্তব্য”।
এছাড়াও সভায় উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তর, পঞ্চগড় এর সহকারী পরিচালক মো: ইউসুফ আলী এবং বাংলাদেশ পরিবেশ আন্দোলন, পঞ্চগড় জেলা শাখার সাধারণ সম্পাদক আজহারুল ইসলাম জুয়েল সহ বাপা’র অন্যান্য নেতৃবৃন্দ, শিক্ষক-শিক্ষিকা ও স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ।
আলোচনা সভায় পরিবেশ অধিদপ্তরের পক্ষ থেকে জনসচেতনতামূলক বিভিন্ন প্রকার পরিবেশ বিরোধী কার্যক্রম ও এর প্রতিকার বিষয়ক বিভিন্ন স্লাইড প্রদর্শন করেন পরিবেশ অধিদপ্তর পঞ্চগড় এর সহকারী পরিচালক ইউসুফ আলী। আলোচনা সভা শেষে কুইজ প্রতিযোগিতা ও রচনা প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয় এবং পরিবেশ অধিদপ্তর, পঞ্চগড় এর পক্ষ থেকে বর্জ্য সংরক্ষণের বিন দেওয়া হয় ও শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন প্রকার ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়।
বিশেষ অতিথির বক্তব্যে বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) এর সাধারণ সম্পাদক মো: আজহারুল ইসলাম জুয়েল বলেন, “পঞ্চগড়কে পলিথিনমুক্ত করতে বাপা পঞ্চগড় বিগত বছরগুলোতে বিভিন্ন প্রকার জনসচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। বিশ্ব পরিবেশ দিবসে বাপা পঞ্চগড় প্রত্যাশা করে যে, পঞ্চগড়ে পরিবেশ প্রতিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায় সকল প্রকার পরিবেশ বিধ্বংসী কার্যকলাপের বিরুদ্ধে গণসচেতনতা সৃষ্টির লক্ষে কাজ করে যাবে, পঞ্চগড়কে একটি সবুজ প্রাকৃতিক পরিবেশ ও দূষণমুক্ত এলাকা হিসাবে গড়ে তুলতে অবদান রাখবে”।