পঞ্চগড়ের তেতুঁলিয়ায় প্রি-পেইড মিটার বন্ধের দাবিতে মানববন্ধন

- আপডেট সময় : ০৩:১৮:৫১ অপরাহ্ন, শুক্রবার, ৪ জুলাই ২০২৫ ৫৪ বার পড়া হয়েছে
পঞ্চগড়ের তেতুঁলিয়ায় প্রি-পেইড মিটার বন্ধের দাবিতে মানববন্ধন
পঞ্চগড়ের তেতুঁলিয়ায় প্রি-পেইড মিটার বন্ধের দাবিতে গ্রাহক সাধারন ও এলাকাবাসি মানববন্ধন কর্মসূচি পালন করেছে। বৃহষ্পতিবার (৩ জুলাই) দুপুরে উপজেলার ভজনপুর- তেতুঁলিয়া সড়কের দুপাশে এই মানববন্ধন কর্মসূচিতে গ্রাহক সাধারন বিদ্যালয়ের ছাত্র-ছাত্রী ব্যবসায়ি সহ সূধীজন এত অংশ নেন।
এসময় বক্তারা অভিযোগ নেসকো দুরভিসন্ধিমূলক ভাবে এই সিদ্ধান্ত নিয়েছে। এখানকার মানুষ অতিদরিদ্র । গত কয়েক বছর যাবত এখানে সনাতনী পদ্ধতিতে স্থানীয় ভূমি মালিকরা পাথর তুলতে পারছেনা। এ কারণে অতি কষ্টে এখানকার গরীব-অসহায় মানুষজন দিনাতিপাত করছে। এটি এখানকার মানুষের জন্য খুবই কষ্টকর।
বক্তারা বলেন, এক হাজার টাকা লোড দিলে সাথে সাথে ২২৪ টাকা সরকার কেটে নিবে। এরপর ফ্লক্সি পদ্ধতির এই কার্ড ব্যবহারে বেশ জটিলতা রয়েছে। কারন গরীব মানুষ অল্প আয়ের কারনে বেশী টাকা ও লোড দিয়ে রাখতে পারবেনা। সে কারণে বিদ্যুত সুবিধা নিতে বিড়ম্বনায় পড়বে।
বক্তারা বলেন , সাবেক স্পীকার জমির উদ্দীন সরকারের বিশেষ আবেদনের প্রেক্ষিতে এখানে পাথর তোলা কাজ শুরু হলেও মানুষ এখনো সাবলম্বী নয়। এটি বিভাগীয় বা উন্নত জেলা শহরে চলতে পারে তবে এমন মফস্বল শহরের কার্যত: এটি চাপ বাড়িয়ে দিবে। আমাদের এ দাবি যদি মানা না হয় তবে আরো কঠোর কর্মসূচি দেওয়া হবে।অনুষ্ঠানে বক্তব্য রাখেন, সমাজ সেবক হাসিবুর হাসান (লাবু), ব্যবসায়ি আল আমীন জীবন, শাকিল হোসেন, আল আমিন পারভেজ প্রমূখ।