নিয়ন্ত্রণ হারিয়ে ইট বোঝাই ট্রলি প্রতিবন্ধীর ঘরে
- আপডেট সময় : ০৪:৫৮:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ মার্চ ২০২২ ৪৩ বার পড়া হয়েছে
নিয়ন্ত্রণ হারিয়ে ইট বোঝাই ট্রলি প্রতিবন্ধীর ঘরে
নলডাঙ্গা (নাটোর) প্রতিনিধিঃ
নিয়ন্ত্রণ হারিয়ে ইট বোঝাই ট্রলি প্রতিবন্ধীর ঘর। নাটোরের নলডাঙ্গায় নিয়ন্ত্রন হারিয়ে রহিমা নামে এক বাকপ্রতিবন্ধী নারীর ঘর তছনছ করলো ইট বোঝাই অবৈধ ট্রলি।
মঙ্গলবার (৮ মার্চ) সকাল সাড়ে ১০ টার দিকে উপজেলার নলডাঙ্গা-পাটুল সড়কের পূর্ব সোনাপাতিল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় ট্রলি চালক সামন্য আহত হলেও কেউ হতাহত হয়নি। তবে প্রতিবন্ধী রহিমার শয়ন ঘরের যাবতীয় আসবারপত্র তছনছ হয়ে ব্যাপক ক্ষতির মুখে পরে।বাকপ্রতিবন্ধীর রহিমা বিবি উপজেলার পূর্ব সোনাপাতিল গ্রামের ভ্যানচালক খলিল এর স্ত্রী।
নলডাঙ্গা থানা পুলিশ ও এলাকাবাসী জানায়, উপজেলার নলডাঙ্গা-পাটুর সড়কের পূর্ব সোনাপাতিল এলাকায় বাকপ্রতিবন্ধী রহিমা তার ভ্যানচালক স্বামী ও সন্তান নিয়ে সড়কের পাশে টিনের ছাপড়া ঘরে বসবাস করছিলেন। মঙ্গলবার বেলা সাড়ে ১০ টার দিকে ইট বোঝাই একটি ট্রলি নিয়ন্ত্রন হারিয়ে বাকপ্রতিন্ধী রহিমার শয়ন ঘরে ঢুকে পড়ে। বাকপ্রতিবন্ধীর রহিমার শয়ন ঘরের যাবতীয় আসবারপত্র তছনচ হয়ে যায়। এতে ট্রলিচালক সামন্য আহত হলেও কেউ হতাহত হয়নি।খবর পেয়ে নলডাঙ্গা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে ট্রলি জব্দ করে এবং চালক রুবেলকে আটক করে। এ ঘটনায় রহিমার কান্নার আহাজারীর ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে তা ভাইরাল হয়।
এব্যাপারে নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শফিকুল ইসলাম বলেন, নাটোরের পন্ডিত গ্রাম এলাকার একটি ইটভাটা থেকে ইট বোঝাই ট্রলি নিয়ে পাটুল যাচ্ছিল। পথে পূর্বসোনাপাতিল এলাকায় নিয়ন্ত্রন হারিয়ে ট্রলি প্রতিবন্ধীর রহিমার শয়ন ঘরে ঢুকে পড়ে। এতে কেউ হতাহত হয়নি।তবে ট্রলি ও চালক কে আটক করা হয়েছে।