নিষিদ্ধ ছাত্রলীগের রাতে লেখা জয় বাংলা দিনে মুছে দিল বাগাতিপাড়া ছাত্রদল

- আপডেট সময় : ০১:৩৪:৩৫ অপরাহ্ন, বুধবার, ৫ ফেব্রুয়ারী ২০২৫ ৪০০ বার পড়া হয়েছে
নিষিদ্ধ ছাত্রলীগের রাতে লেখা জয় বাংলা দিনে মুছে দিল বাগাতিপাড়া ছাত্রদল
নাটোরের বাগাতিপাড়ায় ক্ষমতাচ্যুত রাজনৈতিক দল আওয়ামী লীগ ও তাদের নিষিদ্ধ অঙ্গসংগঠন ছাত্রলীগের কর্মকাণ্ড উপজেলায় চাঞ্চল্যের জন্ম দিয়েছে। এ নিয়ে তোলপাড় চলছে পুরো উপজেলায়। ক্ষোভ প্রকাশ করেছে বিভিন্ন ছাত্র সংগঠন ও সাধারণ মানুষ।
জানা যায়, বুধবার সকালে উপজেলার জামনগর ইউনিয়নের বাঁশবাড়িয়া কলেজের দেয়ালে জয় বাংলা লেখা দেখতে পায় স্থানীয়রা। পরে ছাত্রদলের নেতাকর্মীরা খবর পেয়ে বিকালে রং দিয়ে জয় বাংলা লেখা মুছে দেন। পরে উপজেলা ছাত্রদলের আহ্বায়ক সোহেল রানা নেতৃত্বে একটি প্রতিবাদ মিছিল ওই কলেজ চত্বর থেকে বের হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে ওই কলেজ চত্বরে এসে শেষ হয়।
এসময় ছাত্রদল নেতা সোহেল রানা জানান, ধারণা করা হচ্ছে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ রাতের আঁধারে জয় বাংলা স্লোগান লিখেছে। খবর পেয়ে আমরা তা মুছে দিলাম। ছাত্রলীগকে যেখানে পাওয়া যাবে সেখানেই প্রতিহত করার ঘোষণাও দেন এই নেতা। এ সময় আরো উপস্থিত ছিলেন, জেলা ছাত্রদলের সদস্য শিমুল হোসেন, বাগাতিপাড়া উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক তুষার হোসেন, তারিক আজিজ, সম্রাট, বাগাতিপাড়া সরকারি কলেজ ছাত্রদলের আহবায়ক নাঈম ইসলাম প্রমূখ।