নির্বাচনী পোস্টার ঝোলাতে গিয়ে কিশোরের মৃত্যু
- আপডেট সময় : ০৩:২৫:২২ অপরাহ্ন, বুধবার, ১৭ নভেম্বর ২০২১ ২৮৮ বার পড়া হয়েছে
ফজলুর রহমান, লালপুর (নাটোর) প্রতিনিধিঃ
নাটোরের লালপুরে নির্বাচনী প্রচারনার পোস্টার লাগাতে গিয়ে গাছ থেকে পড়ে শাকিল হোসেন (১৫) নামে এক কিশোরের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
উপজেলার দুয়ারিয়া ইউনিয়নের টিটিয়া গ্রামের বাবুল হোসেনের পুত্র নিহত শাকিল।
বুধবার (১৭ নভেম্বর) বিকেল ৩ ঘটিকায় এ ঘটনা ঘটে।স্থানীয় সূত্র জানাযায়, উপজেলার দুয়ারিয়া ইউনিয়নের ৫নং ওয়ার্ডের মেম্বার প্রার্থী ওসমান গণিথর ফুটবল প্রতীকের পোস্টার ঝোলাতে গাছে ওঠেন শাকিল। এসময় হঠাৎ গাছ থেকে পরে ঘটনা স্থলেই তার মৃত্যু হয়েছে বলে জানা গেছে।
নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক গ্রামবাসী জানান, সামান্য কিছু টাকার বিনিময়ে বিভিন্ন মেম্বার সদস্যরা অনেক বাচ্চা কাচ্চাদের দিয়ে এ সমস্ত ঝুকি পূর্ণ কাজ কারাচ্ছে যার ফলস্রুতিতেই এসমস্ত ঘটনা ঘটছে। এ ধরনের কাজ যেন কোন মেম্বার না করতে পারে সেজন্য উপজেলা নির্বাচন অফিসসহ সংশ্লিষ্টদের সুদৃষ্টি কামনা করেছে।
এবিষয়ে লালপুর থানার অফিসার ইনচার্জ ফজলুর রহমান জানান, গাছ থেকে পরা শিশু মৃত্যুর খবর আমরা জেনেছি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।