নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে বিএনপি’র লিফলেট বিতরণ
- আপডেট সময় : ০১:০৪:৩৬ অপরাহ্ন, শনিবার, ৬ নভেম্বর ২০২১ ২১৫ বার পড়া হয়েছে
কাজী সামছুজ্জোহা মিলন মহাদেবপুর (নওগাঁ) প্রতিনিধিঃ
নওগাঁর মহাদেবপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল মহাদেবপুর উপজেলা শাখার উদ্যোগে দ্রব্যমূল্য ও নিত্য প্রয়োজনীয় পণ্যর আকাশ ছোয়া মূল্যবৃদ্ধি, দুর্নীতি লুটপাট, বাজার সিন্ডিকেটের দৌরাত্ম্য, একদলীয় শাসন এবং জনগণের জানমাল ও খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে সাধারণ মানুষকে সচেতন করার জন্য শনিবার ৬ নভেম্বর বিকেলে লিফলেট বিতরণ ও সমাবেশের আয়োজন করা হয়।
উপজেলা সদরের স্থানীয় বাসস্ট্যান্ড থেকে এ কর্মসূচি শুরু হয়ে উপজেলা সদরের প্রধান প্রধান সড়কের প্রতিটি দোকান, পরিবহনের যাত্রী, পথচারী ও সাধারণ মানুষের মাঝে লিফলেট বিতরণ করা হয়।
এতে নেতৃত্ব দেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল মহাদেবপুর উপজেলা শাখার সভাপতি আলহাজ্ব রবিউল আলম বুলেট।
অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল মহাদেবপুর উপজেলা শাখার সিনিয়র সহ-সভাপতি জাহারুল ইসলাম, সাধারণ সম্পাদক আলহাজ্ব আব্দুল মতিন মন্ডল, সাংগঠনিক সম্পাদক সাজ্জাদ হোসেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল হাতুড় ইউনিয়ন শাখার সভাপতি আবদুল গফুর মাস্টার, সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম, মহাদেবপুর সদর ইউনিয়ন শাখার সাংগঠনিক সম্পাদক মতিউর রহমান মতি, এনায়েতপুর ইউনিয়ন শাখার সাংগঠনিক সম্পাদক মতিবুল ইসলাম লিটন, বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল মহাদেবপুর উপজেলা শাখার আহ্বায়ক এস এম হান্নান।
শেষে স্থানীয় বাসস্ট্যান্ডে এক সংক্ষিপ্ত সমাবেশের আয়োজন করা হয়।