ঢাকা ০৭:৫৪ অপরাহ্ন, শুক্রবার, ২০ জুন ২০২৫, ৬ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ

নারীদের সাথে প্রতারনার ফাঁদ “অপু হস্ত শিল্প’র”

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:৩৬:৩৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৭ জানুয়ারী ২০২২ ১৩০ বার পড়া হয়েছে
চ্যানেল এ নিউজ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

স্টাফ রিপোর্ট, বাগাতিপাড়া প্রতিনিধিঃ
অপু হস্তশিল্পের নামে সারাদেশে নারীদের প্রতারণার ফাঁদে জড়িয়ে টাকা আত্মসাৎ, হয়রানি সহ নানা অভিযোগ পাওয়া গেছে সংঘঠনের পরিচালক আশিকুর রহমান অপু’র বিরুদ্ধে। এমন অভিযোগে খুলনা সদর থানায় একটি লিখিত অভিযোগ হয়েছে বলেও জানা যায়।

জানা যায়, অপু হস্ত শিল্পের নামের ওই সংগঠন
সারাদেশের বিভিন্ন উপজেলার গ্রামের সহজ সরল বেকার নারীদের কর্মসংস্থানের নামে প্রতারনার ফাঁদ পাতে। সেই সংঘঠনের নামে বিভিন্ন সময় ঋণ সুবিধা দেওয়া, বিদেশি প্রজেক্ট নিয়ে দেয়া নামে মোটা অংকের টাকা হাতিয়ে নেয়া, সেলাই মেশিন দেয়ার নামে টাকা আত্মসাৎ, নারীদের কাজ করানোর পরে বেতনের টাকা না দেয়া সহ বিভিন্ন অভিযোগ পাওয়া যায় ওই সংগঠনের পরিচালক অপুর বিরুদ্ধে। এমনকি সে (অপু) নিজেকে একজন আইনজীবী বলেও পরিচয় দিতো।

এ সকল অভিযোগ আর অনিয়ম থেকে বাঁচতে প্রতারক অপু নিজেকে আত্মগোপন করে রাখে নাটোরের বাগাতিপাড়ার জামনগর ইউনিয়নের ঘোষপাড়া গ্রামে তার ভাড়া বাসায়।

সে (অপু) বাগাতিপাড়ায় আত্নগোপন করে আছে এমন খবর পেয়ে প্রতারনার শিকার হওয়া প্রায় অর্ধশত নারী প্রতারক অপুকে মঙ্গলবার সকাল থেকে রাত ৯টা পর্যন্ত ওই বাসাতে অবরুদ্ধ করে তাদের ন্যায্য পাওনার দাবি জানায়। পরে বিক্ষুব্ধ নারীদের দাবির মুখে তার ভাড়া বাসাতে থাকা টিভি, ল্যাপটপ, নগদ টাকা ও ব্যাংকের চেক প্রদান করে কিছুটা সময় চেয়ে নেয় অপু।

গত ২৩ জানুয়ারী ভুক্তভুগী খুলনা সদর উপজেলার নাজির ঘাট এলাকার মোঃ আব্দুর রহমান তালুকদারের কন্যা সম্পা আক্তার খুলনা সদর থানায় করা সাধারণ ডায়েরিতে উল্লেখ করেন, আমাকে ঋণ প্রদান করার কথা বলে কুষ্টিয়ার পশ্চিম মজমপুর গ্রামের মধু’র কন্যা মহিমা খাতুন গত ২০২০ সালের জানুয়ারি মাসের ৮ তারিখে এক লাখ টাকা সঞ্চয় হিসেবে গ্রহণ করেন। পরবর্তিতে মহিমা খাতুনের পার্টনার কুষ্টিয়ার পশ্চিম মজমপুর গ্রামের আকমল হাজ্বী লেনের বাসিন্দা ও অপু হ্যান্ডি ক্রাফট এন্ড টেইলারিং সংস্থার ব্যবস্থপনা পরিচালক আশিকুর রহমান অপু ঋণ প্রদানের অজুহাতে বিভিন্ন সময় আরো ৯২ হাজার টাকা গ্রহণ করেন। এরপর থেকে ঋণের টাকা চাইলে নানা অজুহাতে কালক্ষেপন করতে থাকে।

এমনকি ঋণের টাকা চাইলে আরো সঞ্চয় প্রদানের কথা বলে টাকা চাইতে থাকে। তাদের চাহিদা মত টাকা দিতে না পারলে আমাদের মেরা ফেলার হুমকি দামকি দিচ্ছে। এমনকি আমাদের খুলনা ছাড়ার হুমকি দিচ্ছে। এছাড়া আমাদের সকলের ছবি তাদের কাছে থাকায় তারা ওইসব ছবি অসৎ উদ্দেশ্যে ফেসবুকে ছেড়ে দেওয়ার হুমকি দিচ্ছে। বর্তমানে ভূক্তভোগী পরিবারটি ওই প্রতারক চক্রের ভয়ে আতংকের মধ্যে দিন কাটাছে।

ঢাকা নারায়নগঞ্জের রিপা আক্তার, কামরুন নাহার চাঁদনি, সূর্য শিখা, ঢাকা মোহাম্মদপুরের কেয়া আলম, রাজশাহীর খুখি সহ এম অনেকেই প্রতারনার শিকার হয়েছেন বলে জানা যায়।এ সকল নারী কর্মীদের সাথে প্রতারনা করে দির্ঘদিন গাঢাকা দিয়ে থাকলেও মঙ্গলবার (২৫ জানুয়ারি ২০২২) সকালএ বাসাবাড়িতে অবস্থান করে। প্রতারনার শিকার নারীদের দিনভর দাবির মুখে তার ভাড়া বাসাতে থাকা টিভি, ল্যাপটপ, নগদ টাকা ও ব্যাংকের চেক স্থানীয় জনপ্রতিনিধিদের উপস্থিতিতে প্রদান করে সময় চেয়ে নেয় অপু। এছাড়াও প্রতারনার শিকার অনেক নারীরা এখনো জানেনা অপু হস্ত শিল্পের অবস্থান।

তবে সকলের উপস্থিতিতে টাকা ও চেক প্রদানের মাধ্যমে তার প্রতারনার সত্যতা উঠে আসে এমনকি টাকা গ্রহনের কথাও অকপটে স্বীকার করে প্রতারক আশিকুর রহমান অপু।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

নারীদের সাথে প্রতারনার ফাঁদ “অপু হস্ত শিল্প’র”

আপডেট সময় : ০৯:৩৬:৩৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৭ জানুয়ারী ২০২২

স্টাফ রিপোর্ট, বাগাতিপাড়া প্রতিনিধিঃ
অপু হস্তশিল্পের নামে সারাদেশে নারীদের প্রতারণার ফাঁদে জড়িয়ে টাকা আত্মসাৎ, হয়রানি সহ নানা অভিযোগ পাওয়া গেছে সংঘঠনের পরিচালক আশিকুর রহমান অপু’র বিরুদ্ধে। এমন অভিযোগে খুলনা সদর থানায় একটি লিখিত অভিযোগ হয়েছে বলেও জানা যায়।

জানা যায়, অপু হস্ত শিল্পের নামের ওই সংগঠন
সারাদেশের বিভিন্ন উপজেলার গ্রামের সহজ সরল বেকার নারীদের কর্মসংস্থানের নামে প্রতারনার ফাঁদ পাতে। সেই সংঘঠনের নামে বিভিন্ন সময় ঋণ সুবিধা দেওয়া, বিদেশি প্রজেক্ট নিয়ে দেয়া নামে মোটা অংকের টাকা হাতিয়ে নেয়া, সেলাই মেশিন দেয়ার নামে টাকা আত্মসাৎ, নারীদের কাজ করানোর পরে বেতনের টাকা না দেয়া সহ বিভিন্ন অভিযোগ পাওয়া যায় ওই সংগঠনের পরিচালক অপুর বিরুদ্ধে। এমনকি সে (অপু) নিজেকে একজন আইনজীবী বলেও পরিচয় দিতো।

এ সকল অভিযোগ আর অনিয়ম থেকে বাঁচতে প্রতারক অপু নিজেকে আত্মগোপন করে রাখে নাটোরের বাগাতিপাড়ার জামনগর ইউনিয়নের ঘোষপাড়া গ্রামে তার ভাড়া বাসায়।

সে (অপু) বাগাতিপাড়ায় আত্নগোপন করে আছে এমন খবর পেয়ে প্রতারনার শিকার হওয়া প্রায় অর্ধশত নারী প্রতারক অপুকে মঙ্গলবার সকাল থেকে রাত ৯টা পর্যন্ত ওই বাসাতে অবরুদ্ধ করে তাদের ন্যায্য পাওনার দাবি জানায়। পরে বিক্ষুব্ধ নারীদের দাবির মুখে তার ভাড়া বাসাতে থাকা টিভি, ল্যাপটপ, নগদ টাকা ও ব্যাংকের চেক প্রদান করে কিছুটা সময় চেয়ে নেয় অপু।

গত ২৩ জানুয়ারী ভুক্তভুগী খুলনা সদর উপজেলার নাজির ঘাট এলাকার মোঃ আব্দুর রহমান তালুকদারের কন্যা সম্পা আক্তার খুলনা সদর থানায় করা সাধারণ ডায়েরিতে উল্লেখ করেন, আমাকে ঋণ প্রদান করার কথা বলে কুষ্টিয়ার পশ্চিম মজমপুর গ্রামের মধু’র কন্যা মহিমা খাতুন গত ২০২০ সালের জানুয়ারি মাসের ৮ তারিখে এক লাখ টাকা সঞ্চয় হিসেবে গ্রহণ করেন। পরবর্তিতে মহিমা খাতুনের পার্টনার কুষ্টিয়ার পশ্চিম মজমপুর গ্রামের আকমল হাজ্বী লেনের বাসিন্দা ও অপু হ্যান্ডি ক্রাফট এন্ড টেইলারিং সংস্থার ব্যবস্থপনা পরিচালক আশিকুর রহমান অপু ঋণ প্রদানের অজুহাতে বিভিন্ন সময় আরো ৯২ হাজার টাকা গ্রহণ করেন। এরপর থেকে ঋণের টাকা চাইলে নানা অজুহাতে কালক্ষেপন করতে থাকে।

এমনকি ঋণের টাকা চাইলে আরো সঞ্চয় প্রদানের কথা বলে টাকা চাইতে থাকে। তাদের চাহিদা মত টাকা দিতে না পারলে আমাদের মেরা ফেলার হুমকি দামকি দিচ্ছে। এমনকি আমাদের খুলনা ছাড়ার হুমকি দিচ্ছে। এছাড়া আমাদের সকলের ছবি তাদের কাছে থাকায় তারা ওইসব ছবি অসৎ উদ্দেশ্যে ফেসবুকে ছেড়ে দেওয়ার হুমকি দিচ্ছে। বর্তমানে ভূক্তভোগী পরিবারটি ওই প্রতারক চক্রের ভয়ে আতংকের মধ্যে দিন কাটাছে।

ঢাকা নারায়নগঞ্জের রিপা আক্তার, কামরুন নাহার চাঁদনি, সূর্য শিখা, ঢাকা মোহাম্মদপুরের কেয়া আলম, রাজশাহীর খুখি সহ এম অনেকেই প্রতারনার শিকার হয়েছেন বলে জানা যায়।এ সকল নারী কর্মীদের সাথে প্রতারনা করে দির্ঘদিন গাঢাকা দিয়ে থাকলেও মঙ্গলবার (২৫ জানুয়ারি ২০২২) সকালএ বাসাবাড়িতে অবস্থান করে। প্রতারনার শিকার নারীদের দিনভর দাবির মুখে তার ভাড়া বাসাতে থাকা টিভি, ল্যাপটপ, নগদ টাকা ও ব্যাংকের চেক স্থানীয় জনপ্রতিনিধিদের উপস্থিতিতে প্রদান করে সময় চেয়ে নেয় অপু। এছাড়াও প্রতারনার শিকার অনেক নারীরা এখনো জানেনা অপু হস্ত শিল্পের অবস্থান।

তবে সকলের উপস্থিতিতে টাকা ও চেক প্রদানের মাধ্যমে তার প্রতারনার সত্যতা উঠে আসে এমনকি টাকা গ্রহনের কথাও অকপটে স্বীকার করে প্রতারক আশিকুর রহমান অপু।