নানা আয়োজনে রাজশাহীতে ঋতুরাজ বসন্ত উদযাপন
- আপডেট সময় : ০১:৪৬:৫২ অপরাহ্ন, সোমবার, ১৪ ফেব্রুয়ারী ২০২২ ৩৯ বার পড়া হয়েছে
নানা আয়োজনে রাজশাহীতে ঋতুরাজ
বসন্ত উদযাপন
রাজশাহী প্রতিনিধিঃ
রাজশাহী মহানগরীতে নানা আয়োজনে ঋতুরাজ বসন্ত উদযাপন করা হচ্ছে। ফুলের দোকান, শিক্ষা প্রতিষ্ঠান ও বিনোদন কেন্দ্র গুলোতে বসন্তের আগমনে সবুজ নগরের প্রকৃতি সেজেছে নতুন সাজে।
ফাগুন হাওয়ায় মাতোয়ারা রাজশাহী বিশ্ববিদ্যালয়, রাজশাহী পদ্মার পাড়সহ নানান জায়গায় নগর জীবনেও ছুঁয়েছে ভালোবাসার রং। সোমবার রাজশাহীতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বসন্তের প্রথম প্রহর থেকেই বর্ণিল আয়োজনে শুরু হয় আগুন রাঙ্গা বসন্তকে বরণ।
আগুন রাঙ্গা বসন্তকে নেচে গেয়ে বরন করেছে সকল থেকেই। বেলা বাড়বার সাথে সাথে বেড়ছে উদযাপনের নানান আয়োজন। নগর জীবনের যান্তিকতার কমতি ছিলোনা এতোটুকুও। শহরের রাস্তাঘাটে দেখা মিলেছে বাসন্তিসাজে রমনিদের ঘোরাঘুরি।
এছাড়া রাজশাহী আবৃত্তি পরিষদসহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন বসন্ত উপলক্ষে রাজশাহীর বিভিন্ন জায়গায় নানা আয়োজন পালন করা হবে।
এদিকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে প্রেম বঞ্চিত সংঘের বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। এ সময় আয়োজকরা কেউ পাবে কেউ পাবে না, তা হবে না তা হবে না। আমরা প্রেমের সুষম বণ্টন চাই। কেউ একাধিক নিয়ে থাকবে, কেউ একটাও পাবে না, তা হবে না।
সোমবার সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের পরিবহন মার্কেট থেকে শুরু হওয়া এক বিক্ষোভ শেষে অনুষ্ঠিত সমাবেশে এমন ক্ষোভ প্রকাশ করেন প্রেম বঞ্চিত সংঘের সভাপতি কাজী মোহাম্মদ নোমান।
নোমান বলেন, ভালোবাসা দিবসকে কেন্দ্র করে ক্যাম্পাসের দুস্থ-অসহায় নানী ও শিশুদের একবেলার খাবারসহ আমরা বৃক্ষরোপন করেছি।
এ কর্মসূচি থেকে আমরা এটা প্রচার করতে চাই যে ভালোবাসা দিবসে শুধু প্রেমিক-প্রেমিকা আড্ডা নয়। এদিনে সকলের দুঃখকষ্ট অনুভব করে ভালোবাসা ছড়িয়ে দেয়াও সম্ভব বলে জানান তিনি।
এরআগে ‘কেউ পাবে কেউ পাবে না, তা হবে না তা হবে না’, ‘তুমি কে আমি কে, বঞ্চিত বঞ্চিত’, ‘নষ্ট প্রেমের খ্যাতাতে, আগুন জ্বালো একসাথে’, ‘দেহ দিয়ে প্রেম নয়, মন দিয়ে প্রেম হয়’, ‘প্রেমের নামে প্রহসন, চলবে না চলবে না’- নেতাকর্মীদের এমন স্লোগান উত্তপ্ত হয় ক্যাম্পাস।
উল্লেখ্য, মিছিল শুরুর আগে বিশ্ববিদ্যালয়ের ড. ওয়াজেদ মিয়া একাডেমিক ভবনের সামনে দুটি বৃক্ষরোপন করেন সংগঠনের নেতাকর্মীরা।
এছাড়া সম্প্রতি ক্যাম্পাসে ট্রাকচকপায় নিহত রাবি শিক্ষার্থী হিমেলের স্বরণে রক্তদান ক্যাম্পেইন ও ক্যাম্পাসের দুস্থ নানি-শিশুদের হাতে একবেলার খাবার তুলে দেন।