নাটোর-১ আসনে জাতীয় পার্টির মনোনয়ন পেলেন ব্যারিস্টার আশিক!
- আপডেট সময় : ০৩:৪৯:৪২ অপরাহ্ন, সোমবার, ২৭ নভেম্বর ২০২৩ ১০৯ বার পড়া হয়েছে
নাটোর-১ আসনে জাতীয় পার্টির মনোনয়ন পেলেন ব্যারিস্টার আশিক!
বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধিঃ
আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ৫৮ নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনে জাতীয় পার্টির মনোনয়ন পেয়েছেন বাগাতিপাড়ার সন্তান ব্যারিস্টার আশিক হোসেন। সোমবার (২৭ নভেম্বর) বিকালে জাতীয় পার্টির চেয়ারম্যান কার্যালয় থেকে তার নাম ঘোষণা করা হয়। নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনে জাতীয় পার্টির লাঙ্গল প্রতীক নিয়ে ব্যারিস্টার আশিক হোসেন নির্বাচন করবেন বলে দলটির মহাসচিব মুজিবুল হক চুন্নু আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেন।
ব্যারিস্টার আশিক হোসেন নাটোরের বাগাতিপাড়া উপজেলার পাঁকা ইউনিয়নের মাড়িয়া গ্রামের সাবেক অতিরিক্ত পুলিশ সুপার মৃত আকবর হোসেনের ছেলে। বর্তমানে তিনি জেলা জাতীয় পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক পদে রয়েছেন।
ব্যারিস্টার আশিক হোসেন মুঠোফোনে এই প্রতিবেদককে বলেন, আমাকে নাটোর-১ আসনে জাতীয় পার্টি থেকে লাঙ্গল প্রতীকে নির্বাচন করার জন্য দলের চয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের ও মহাসচিব মুজিবুল হক চুন্নু সহ মনোনয়ন বোর্ডের সবাইকে কৃতজ্ঞতার সাথে ধন্যবাদ জানাচ্ছি। একইসাথে নিজ এলাকা বাগাতিপাড়া ও লালপুরের জাতীয় পার্টির সকল নেতা-কর্মীসহ সর্বস্তরের জনসাধারণের কাছে দোয়া চেয়েছেন এবং নির্বাচনী মাঠে সবাইকে পাসে থাকার আহবানও জানান তিনি।