নাটোর হাসপাতালে যুবকের মরদেহ রেখে পালালো উদ্ধারকারীরা
- আপডেট সময় : ১০:৪১:৫৩ পূর্বাহ্ন, বুধবার, ২৭ অক্টোবর ২০২১ ৮৯ বার পড়া হয়েছে
নাটোর প্রতিনিধিঃ
নাটোরে জনি নামে এক যুবকের মরদেহ নাটোর সদর হাসপাতালে রেখে পালিয়েছে উদ্ধারকারীরা।
বুধবার (২৭ অক্টোবর) ভোর সাড়ে ৫ টার দিকে এই ঘটনা ঘটে। জনি রাজশাহী জেলার চারঘাট উপজেলার বালিয়াডাঙ্গা গ্রামের মনসুর আলীর ছেলে।
নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনছুর রহমান জানান, আজ বুধবার ভোর সাড়ে ৫টার দিকে সদর উপজেলার সৈয়দের মোড় এলাকা থেকে ৪/৫ জন ব্যক্তি একজন রোগীকে নাটোর আধুনিক সদর হাসপাতালে ভর্তি করতে আসে। এসময় জরুরী বিভাগে কর্তব্যরত চিকিৎসক ওই যুবককে পরীক্ষা করে তাকে মৃত ঘোষণা করেন। এ কথা শুনে ওই যুবকের মরদেহ রেখে পালিয়ে যায় উদ্ধারকারীরা। খবর পেয়ে পুলিশ গিয়ে মরদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য নাটোর সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে। প্রাথমিকভাবে পুলিশ ধারণা করছে, ট্রাকের ওপর থেকে গাছের ডালের আঘাত লেগে নিচে পড়ে গিয়ে আহত হয় ওই যুবক। তাকে পড়ে থাকতে দেখে উদ্ধারকারী যুবকরা নাটোর আধুনিক সদর হাসপাতালে তাকে ভর্তি করতে নিয়ে আসে। কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করলে যুবকরা ঝামেলা এড়াতে পালিয়ে যায়। পুলিশ জানায়, মরদেহ ময়না তদন্ত করার পর জানা যাবে কিভাবে তার মৃত্যু হয়েছে।