নাটোর সুগার মিলের এমডি অফিস ঘেরাও এবং বিক্ষোভ সমাবেশ অবসরপ্রাপ্ত কর্মচারী ও কল্যাণ পরিষদের

- আপডেট সময় : ০৫:৪১:৪৩ অপরাহ্ন, রবিবার, ১১ মে ২০২৫ ১৩৩ বার পড়া হয়েছে
নাটোর সুগার মিলের এমডি অফিস ঘেরাও এবং বিক্ষোভ সমাবেশ অবসরপ্রাপ্ত কর্মচারী ও কল্যাণ পরিষদের
নাটোর সুগার মিলের অবসরপ্রাপ্ত শ্রমিক কর্মচারী ও কর্মকর্তাগনের বকেয়া পাওনা গ্র্যাচুইটি প্রভিডেন্ট ফান্ড ও বোনাসের টাকার দাবীতে এমডি অফিস ঘেরাও এবং বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১১ মে) নাটোর সুগার মিলের অবসরপ্রাপ্ত শ্রমিক কর্মচারি ও কর্মকর্তা কল্যান পরিষদের আয়োজনে নাটোর সুগার মিল চত্তরে এই বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন, অবসরপ্রাপ্ত শ্রমিক কর্মচারী ও কর্মকর্তা কল্যাণ পরিষদ নাটোর সুগার মিলস এর সাবেক সভাপতি আলাউদ্দিন প্রামাণানিক, সাবেক সাধারন সম্পাদক আবু রায়হান ভুলু, শ্রমিক ইউনিয়নের সভাপতি আইউব আলী, সাধারন সম্পাদক আবু সাইদ, সহ সভাপতি আতাউর রহমান বাবু, যুগ্ন সাধারন সম্পাদক আনোয়ার সহ মিলের কর্মকর্তা কর্মচারি উপস্থিত ছিলেন।
এসময় বক্তারা তাদের দাবীগুলো তুলে ধরে বক্তব্য রাখেন। দাবী গুলো হলো- গ্রাচুইটির পাওনা ১০০%টাকা পরিশোধ করতে হবে। প্রভিডেন্ট ফান্ডের বকেয়া ১০০%টাকা পরিশোধ করতে হবে। ঈদের পূর্বে ঈদ বোনাস প্রদান করতে হবে। প্রভিডেন্ট ফান্ডের ১.৬৭% সংস্থা প্রদত্ত পাওনা টাকা ও নিরীক্ষা বিষয়টি নিষ্পত্তি করতে হবে।
এদিকে এমডির অফিস ঘেরাও কর্মসূচি ও এমডির অফিসে কর্মকর্তা কর্মচারিরা গেলে এমডি বা তার কোন কর্মকর্তা অফিসে ছিলেন না