নাটোর সদর উপজেলা পরিষদ নির্বাচনের ফলাফল!
- আপডেট সময় : ০৬:১৯:৩১ অপরাহ্ন, বুধবার, ৮ মে ২০২৪ ১৫৭ বার পড়া হয়েছে
নাটোর সদর উপজেলা পরিষদ নির্বাচনের ফলাফল!
নিউজ ডেস্কঃ
৬ষ্ট উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপে নাটোর সদর উপজেলায় ভোট গ্রহণ শেষে বেসরকারি ভাবে নির্বাচিত হলেন যারা!
বেসরকারি ফলাফলঃ
পদের নাম প্রার্থীর নাম প্রতীক প্রাপ্ত মোট ভোট
চেয়ারম্যান- মোঃ শরিফুল ইসলাম রমজান কাপ-পিরিচ ৩৪৭৯৭
” রিয়াজুল ইসলাম দোয়াত-কলম ৩১৮৫৩
” মোঃ জামিল হোসেন মিলন আনারস ২৬৬৭১
” মোঃ মোস্তারুল ইসলাম আলম ঘোড়া ৪৯৩৫
” মোঃ ইসতেয়াক আহম্মেদ (হিরা) মোটর সাইকেল ৫৬৬
ভাইস চেয়ারম্যান- মোঃ শরিফুর রহমান তালা ২৯১৭৯
” আব্দুল্লাহ আল সাকিব চশমা ২৫২৩৪
” মোঃ নাজমুল হোসেন সরকার মাইক ১৮০০৯
” মোঃ আমিরুল ইসলাম উড়োজাহাজ ১০৭৩৭
” মোঃ আব্দুর রাজ্জাক (ডাবলু) টিউবওয়েল ৬৩৭০
” মোঃ আফছার আলি প্রামানিক বই ৬০১৬
মহিলা ভাইস চেয়ারম্যান- কামরুন্নাহার ফুটবল ৬০০৬৭
” মোছাঃ শেফালী আক্তার হাঁস ৩৫৭০৪
এই ফলাফলের প্রেক্ষিতে নাটোর সদর উপজেলা পরিষদ নির্বাচনে বেসরকারি ভাবে ২৯৪৪ ভোট বেশি পেয়ে কাপ-পিরিচ প্রতীক নিয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন মোঃ শরিফুল ইসলাম রমজান। তিনি মোট ভোট পেয়েছেন ৩৪৭৯৭ টি। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি রিয়াজুল ইসলাম দোয়াত-কলম নিয়ে পেয়েছেন ৩১৮৫৩ টি ভোট। কামরুন্নাহার ফুটবল প্রতীক নিয়ে ভোট পেয়েছেন ৬০০৬৭ টি। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি হাঁস প্রতীক নিয়ে মোছাঃ শেফালী আক্তার ভোট পেয়েছেন ৩৫৭০৪ টি। কামরুন্নাহার মহিলা ভাইস চেয়ারম্যান হয়েছেন ২৪৩৬৩ ভোট বেশি পেয়ে। ৩৯৪৫ ভোট বেশি পেয়ে ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন তালা প্রতীকের মোঃ শরিফুর রহমান। তিনি মোট ভোট পেয়েছেন ২৯১৭৯ টি। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি আব্দুল্লাহ আল সাকিব চশমা প্রতীক পেয়েছেন ২৫২৩৪টি ভোট।