নাটোর কারাগারে আরো এক কয়েদির মৃত্যু
- আপডেট সময় : ০৭:০৩:৪৭ পূর্বাহ্ন, শুক্রবার, ১৮ মার্চ ২০২২ ৩৩ বার পড়া হয়েছে
নাটোর কারাগারে আরো এক কয়েদির মৃত্যু
নাটোর প্রতিনিধিঃ
নাটোর কারাগারে আরো এক কয়েদির মৃত্যু। নাটোর কারাগারে মাদক মামলার কয়েদি ওসমান শেখের মৃত্যুর কয়েক ঘন্টা পর আনছের আলী (৪৬) নামে একটি হত্যা মামলার আসামীর মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার রাত ৩টার দিকে আনছের আলীর বুকে ব্যাথা অনুভব হলে তাকে নাটোর সদর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ৩ টা ৫৮ মিনিটের দিকে তিনি মারা যান।
নাটোর জেলা কারাগারের ডেপুটি জেলার জাহিদ হাসান জানান, চলতি বছরের ১৭ জানুয়ারী নাটোরের লালপুর থানার একটি হত্যা মামলার আসামী হিসেবে কারাগারে আনা হয়। তার বিরুদ্ধে লালপুর থানায় ধারা ৩০২/২০১/৩৪ প্যানেল কোট এ মামলা রয়েছে। আনছের আলী পাবনা জেলার চক ভানুরা গ্রামের মৃত ভানুর ছেলে। বৃহস্পতিবার রাত ৩টা ৫ মিনিটের দিকে তার বুকে ব্যাথা শুরু হলে তাকে নাটোর সদর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ৩টা ৫৮ মিনিটের দিকে তিনি মারা যান।
উল্লেখ্য, বৃহস্পতিবার রাত সোয়া আটটার দিকে ওসমান শেখ নামে মাদক মামলার এক কয়েদিও মারা যান। অসুস্থ ওসমান শেখকে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।