নাটোরে ৯ লাখ ৪৩ হাজার জাল টাকাসহ গ্রেফতার ৫!
- আপডেট সময় : ০১:৩২:৫১ অপরাহ্ন, শনিবার, ২৩ নভেম্বর ২০২৪ ২৯৪ বার পড়া হয়েছে
নাটোরে ৯ লাখ ৪৩ হাজার জাল টাকাসহ গ্রেফতার ৫!
নাটোরে একটি যাত্রীবাহী বাসে অভিযান চালিয়ে ৯ লাখ ৪৩ হাজার জাল টাকা সহ ৫ জনকে গ্রেফতার করেছে থানা পুলিশ। শনিবার (২৩ নভেম্বর) দুপুরে নাটোর সদর উপজেলার নাটোর-রাজশাহী মহাসড়কের নারায়ন পাড়া এলাকা থেকে জাল টাকা সহ তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হল, বরিশালের বাকেরগঞ্জের আবুল হোসেন হাওলাদারের ছেলে আরিফ হোসেন হাওলাদার, বাগেরহাটের চিতলমারি থানার শিবপুর গ্রামের মৃত ফাইম শেখের ছেলে আরিফ হোসেন, পটুয়াখালীর বতলবুনিয়া গ্রামের মৃত আমজাদ হোসেন খানের ছেলে মোস্তফা খান, ঝালকাঠির রাজাপুরের হানিফ হাওলাদারের ছেলে রফিকুল ইসলাম ও একই গ্রামের নুর মহম্মদ হাওলাদারের ছেলে ফেরদৌস হাওলাদার। এদিন দুপুরে নাটোর সদর থানায় এক প্রেস বিফ্রিংয়ে এই তথ্য জানান পুলিশ সুপার মারুফত হুসাইন।
পুলিশ সুপার মারুফত হুসাইন জানান, গোপন সংবাদের ভিত্তিতে নাটোর সদর উপজেলার নাটোর-রাজশাহী মহাসড়কের নারায়ন পাড়া এলাকায় তল্লাশী চালায় পুলিশ। এ সময় রাজশাহী থেকে রংপুরগামী মোহম্মদ পরিবহন নামের যাত্রীবাহী একটি বাসের গতিরোধ করে তল্লাশী করা হয়। তল্লাশীকালে তাদের কাছে থাকা ব্যাগ থেকে ৯ লাখ ৪৩ হাজার টাকা পরিমানের জাল টাকা জব্দ সহ তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করে তারা এই জাল টাকাগুলো নিয়ে রংপুরের বিভিন্ন স্থান থেকে আলু কেনার জন্য যাচ্ছিল। তবে কোথায় থেকে এই টাকাগুলো তারা পেয়েছে সে বিষয়ে এখনো সঠিক কোন তথ্য পাওয়া যায়নি। বিষয়টি তদন্ত করতে শুরু করেছে পুলিশের একটি টিম।